ফুলবাড়ীর সুজাপুর সেবাআশ্রম কেন্দ্রে সান্তালী অলচিকি বর্ণমালা প্রশিক্ষনের উদ্বোধন
নুর আলম সিদ্দিক,ভ্রাম্যমান প্রতিনিধি দিনাজপুর থেকেঃ দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার সুজাপুর সেবা আশ্রম কেন্দ্রে সান্তালী অলচিকি বর্ণমালা প্রশিক্ষনের উদ্বোধন। গতকাল ৬ই জানুয়ারী শনিবার সকাল সাড়ে ১০টায় সুজাপুর সেবা আশ্রম কেন্দ্রে সান্তালী অলচিকি বর্ণমালা প্রশিক্ষনের উদ্বোধন করেন, প্রধান অতিথি হিসাবে ফুলবাড়ী উপজেলা আদিবাসী উন্নয়ন সমিতির সভাপতি চুন্নু টুডু। সকাল সাড়ে ৯টায় অলচিকি বর্ণমালা প্রশিক্ষনের উদ্বোধনী অনুষ্ঠানে ছাত্র ছাত্রীদের রেজিস্ট্রেশন হওয়ার মধ্য দিয়ে উদ্বোধন অনুষ্ঠিত হয়। অলচিকি বর্ণমালা প্রশিক্ষনে সাওতালী ভাষা বর্ণমালার বিকাশ ও ইতিহাস বিষয়ে প্রশিক্ষন দেন, খোকন মুরুমু। অলচিকি বর্ণমালা পরিচয় বিষয়ে প্রশিক্ষন দেন মানিক সরেন। অলচিকি বর্ণমালার ব্যাকরণিক ব্যবহার এবং শব্দ ও বাক্য গঠন প্রক্রিয়া বিষয়ে প্রশিক্ষন দেন সুবাস মুরমু। মোবাইল,কম্পিউটারে অলচিকির ব্যবহার বিষয়ে প্রশিক্ষ দেন মানিক সরেন। এসময় উপস্থিত ছিলেন, আদিবাসী ভাষা সাহিত্য ও সাংস্কৃতিক চর্চা কেন্দ্র ঢাকার সমন্বয়ক মানিক সরেন, সান্তালী ভাষা ও সাংস্কৃতিক চর্চা কেন্দ্র রাজশাহী এর আহবায়ক সুবাস মুর্মু। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উকিল হেম্ব্রম,মঙ্গল টুডু,আলবাট টুডু, জীবন মুর্মু। অলচিকি বর্ণমালা প্রশিক্ষনে ফুলবাড়ী,পার্বতীপুর ও নবাবগঞ্জ উপজেলার প্রায় ৭০ জন আদিবাসীর ছাত্র ছাত্রী প্রশিক্ষনে অংশ নেন। এসময় ফুলবাড়ী আদিবাসী উন্নয়ন সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।