বিক্রমপুর অঞ্চলে প্রতœতাত্ত্বিক অনুসন্ধান ও খনন আবিস্কৃত প্রতœবস্তু নিয়ে সংবাদ সম্মেলন
রুবেল মাদবর
মুন্সীগঞ্জ প্রতিনিধি:মুন্সীগঞ্জ অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনেরউদ্দ্যেগে টঙ্গীবাড়ী থানার টঙ্গীবাড়ী- সোনারং ইউনিয়নের নাটেশ্বর বৌদ্ধ মন্দিরের প্রতœতাত্ত্বিক অনুসন্ধান ও খনন আবিস্কৃত প্রতœবস্তু পরিদর্শন করেন বাংলাদেশ সরকারের মাননীয় অর্থ মন্ত্রী আব্দুল মুহিত। পরে অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের সভাপতি ড. নূহ আলম লেলিনের সভাপতিত্বে বিক্রমপুর অঞ্চলের প্রতœতাত্ত্বিক অনুসন্ধান ও খনন ২০১৭-২০১৮ আবিস্কৃত প্রতœবস্তু নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।
মুন্সীগঞ্জে নাটেশ্বর আবিস্কৃত বৌদ্ধবিহার মাঠে বিক্রমপুর অঞ্চলে প্রতœতাত্ত্বিক অনুসন্ধান ও খনন আবিস্কৃত প্রতœবস্তু নিয়ে সংবাদ সম্মেলন করে অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশন। অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশন সভাপতি ড. নুহ আলম লেলিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধান অতিথি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। প্রধান আলোচক ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের এমপি অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুন অর রশিদ, মুন্সীগঞ্জ জেলা প্রশাসক সায়লা ফারজানা, পুলিশ সুপার মেহাম্মদ জায়েদুল আলম পিপিএম, জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক আলহাজ্ব শেখ লুৎফর রহমান, টঙ্গীবাড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিঃ কাজী অব্দুল ওয়াহিদ, উপজেলা নির্বাহী অফিসার হাসিনা আক্তার, টঙ্গীবাড়ি থানার অফিসার্স ইনচার্জ ইয়ার দৌস হাসান, গবেষক সুফি মোস্তাফিজুর রহমান, চীনের হুনান, সস্কৃতি বিভাগের সাবেক মহাপরিচালক মি. জিং জেজং, হুনান প্রদেশিক সাংস্কৃতিক অবকাঠামো এবং প্রতœতত্তœ পরিচালক মি. গু উইমিন, হুনান প্রদেশিক সাংস্কৃতিক অবকাঠামো এবং প্রতœতত্তœ বিভাগের প্রধান মি. চেন জিউবিন, অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের সকল নেতৃবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রতœতাত্ত্বিক দেশের গুরুর্তপুন্ন ভুমিকা রেখেছে। আমি পর্যটনের জন্য একটি টিম পাঠাব।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রতœতাত্ত্বিক দেশের গুরুর্তপুর্ণ ভুমিকা রেখেছে। আমি পর্যটনের জন্য একটি টিম পাঠাব।অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, নাটেশ্বর বৌদ্ধ মন্দির প্রত্মতাত্ত্বিক খনন অঞ্চলকে একটি প্রাচীন শহরে রূপান্তরিত করা হবে।
উল্লেখ্য, ২০১৩ সাল থেকে নাটেশ্বরের দেউলে শুরু হয় প্রত্মতাত্ত্বিক খনন কাজ। এর আগে ১১শ’ বছর আগের বৌদ্ব বিহার আবিষ্কার হলেও নতুন করে এই স্থানে আবিষ্কার হলো দেশের সর্ববৃহৎ পিরামিড আকৃতিক স্তুপ। যেটির খনন কাজ অনেকাংশে বাকি রয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।