কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ হবে চরম নির্বুদ্ধিতার শামিল
পরিবেশের দিকে নজর না দিয়ে যে ধরনের উন্নয়নই করা হোক না কেন তা দীর্ঘ মেয়াদি কোনো সুফল বয়ে আনবে না বলে জানিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপা।
অর্থনৈতিক উন্নয়নের দোহাই দিয়ে যদি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হয় তবে তা হবে চরম নির্বুদ্ধিতা শামিল।
শনিবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ পরিবেশ আন্দোলন ও ওয়াটারকিপারস বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তুলে ধরা হয় এসব তথ্য।
কক্সবাজার, পটুয়াখালী, বাগেরহাট, মুন্সিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ায়, ঢাকা, বরিশালসহ দেশের বেশ কয়েকটি জেলায় অন্তত ২১টি কয়লাভিত্তিক বিদ্যুত কেন্দ্র সরকারি-বেসরকারি উদ্যোগে নির্মাণ করার সিদ্ধান্ত হয়েছে।
এসব বিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে নির্গত বর্জ্যের কারণে জীব বৈচিত্র ধ্বংস, নদী দূষণসহ পরিবেশের নানাবিধ ক্ষতি হবে।
সরকারের পক্ষ থেকে এসব বিদ্যুতকেন্দ্র নির্মাণে উচ্চ প্রযুক্তি ব্যবহারের কথা বলা হলেও তা কতটুকু কার্যকর হবে তা নিয়ে সন্দেহ রয়েছে বলে সংবাদ সম্মেলনে জানান ওয়াটারকিপারস বাংলাদেশের সমন্বয়কারী শরীফ জামিল।
দেশের উন্নয়নের জন্য বিদ্যুতের প্রয়োজন রয়েছে তবে তা কয়লার মতো ক্ষতিকর জ্বালানি ব্যবহার করে নয় বলে জানান বাপার সহ-সভাপতি সৈয়দ আবুল মকসুদ।