শ্যামনগরে রাস্তা উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি জগলুল হায়দার
গোলাম মোস্তফা লাভলু, শ্যামনগর, সাতক্ষীরা প্রতিনিধিঃ
শ্যামনগরে আর এ্যন্ড এইচ বালিয়াডাঙ্গা বিসি রাস্তা উন্নয়ন কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা -৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব এস, এম জগলুল হায়দার।
রবিবার সকাল ১০টায় উপজেলা সদরের সন্নিকটে খানপুরে আর এ্যন্ড এইচ বালিয়াডাঙ্গা বিসি রাস্তা ভায়া আনছার উদ্দীনের বাড়ি পর্যন্ত উক্ত রাস্তা উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করেন। খানপুর এসবি ব্রিকসের স্বত্বাধিকারী খান আনছার উদ্দিনের দীর্ঘদিনের প্রচেষ্টায় বরাদ্দকৃত ১কিলোমিটার রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করেন এমপি জগলুল হায়দার। উদ্বোধন শেষে বিশেষ মোনাজাতে বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে দোয়া করেন হাফেজ সোলায়মান হোসেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ইন্জিনিয়ার, বিশিষ্ট ব্যবসায়ী ঠিকাদার, এসবি ব্রিকসের স্বত্বাধিকারী খান আনছার উদ্দীন। সমাজসেবক ও সাংবাদিক, গোলাম মোস্তফা লাভলু, ৭নং ওয়ার্ড আ'লীগের সভাপতি, সংশ্লিষ্ট ওয়ার্ড ইউপি সদস্য মোঃ আঃ সবুর। যুবলীগ নেতা আঃ মজিদ সহ এলাকার গম্যমান্য ব্যক্তিবর্গ। খানপুরের মানুষের দীর্ঘদিনের প্রানের দাবী মৌতলা বাজার হতে বালিয়াডাঙ্গা বাজার পর্যন্ত একমাত্র যোগাযোগব্যবস্থার অন্যতম মাধ্যম দুই বাজারের সংযোগ রাস্তাটির দ্রুত উন্নয়নকাজ বাস্তবায়নের দাবী জানিয়েছে এলাকাবাসী। মৌতলা বাজার হতে জাহাজঘাটা শাহী মসজিদ পর্যন্ত ও বালিয়াডাঙ্গা বাজার হতে কাগুচীপাড়া সদ্য স্থাপিত হাজী ব্রিকস পর্যন্ত রাস্তাটি পিচের কার্য দুই দিক হতে সম্পন্ন হয়ে আসলেও মাঝখানের প্রায় ৩কিলোমিটার রাস্তার বেহাল দশা কাটছেনা কিছুতেই। উক্ত রাস্তাটির কাজ সম্পন্ন হলে বালিয়াডাঙ্গা-মৌতলা বাজারের যোগাযোগব্যবস্থা উন্নত হওয়ার পাশাপাশি কাঁচামাল সহ অন্যান্য পন্য আমদানি রপ্তানির ব্যাপক প্রসার ঘটত। এলাকার মানুষের প্রানের দাবী খানপুরে আর এ্যন্ড এইচ বালিয়াডাঙ্গা বিসি রাস্তা ভায়া আনছার উদ্দীনের বাড়ি পর্যন্ত উক্ত রাস্তা উন্নয়নের কার্য সম্পাদনের পাশাপাশি বালিয়াডাঙ্গা বাজার হতে মৌতলা বাজারের অন্যতম যোগাযোগব্যবস্থার মাধ্যম রাস্তাটির উন্নয়নের কাজের বাস্তবায়নের দাবী জানিয়েছে এলাকাবাসী।