শহীদ আহসানউল্লাহ মাষ্টার গোল্ডকাপে কালীগঞ্জ পৌর ফাইনালে
লোকমান হোসেন পনির, কালীগঞ্জ (গাজীপুর) :
কালীগঞ্জ রাজা রাজেন্দ্র নারায়ণ (আর আর এন) পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে শহীদ আহসানউল্লাহ মাষ্টার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমি ফাইনাল খেলায় কালীগঞ্জ পৌর একাদশ ৪-০ গোলে জামালপুর ইউনিয়ন একাদশকে হারিয়ে ফাইনালে উঠেছে। কালীগঞ্জ ক্রীড়া সংস্থার আয়োজনে শহীদ আহসান উল্লাহ মাষ্টার গোল্ডকাপ টুর্নামেন্ট সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভা আটটি দল নিয়ে শুরু করেন। কালীগঞ্জ পৌর একাদশের পক্ষে তিনটি গোল করে হ্যাট্রিক অর্জন করেন সুজন গমেজ। আরেকটি আত্মগাতিক গোল লাভ করেন পৌর একাদশ। মাঠের চারপাশে , দেয়ালের ওপর ও বাসাবাড়ির ছাদে বসে প্রচুর দর্শক ফুটবল খেলাটি উপভোগ করেন। দীর্ঘদিন পর কালীগঞ্জ ঐতিহ্যবাহী পাইলট স্কুল মাঠে ফুটবল খেলা হচ্ছে বলে এলাকাবাসী, ক্রীড়ামোধী ও সচেতনমহল খেলা দেখে মনোখোরাক জুগিয়েছে এবং উৎফুল্ল ও উল্লাসে মেতে ছিলেন ।
আগামীকাল সোমবার টুর্নামেন্টের দ্বিতীয় সেমি ফাইনাল খেলাটি নাগরী ইউনিয়ন একাদশ বনাম বক্তারপুর ইউনিয়ন একাদশের মধ্যে পাইলট স্কুল মাঠে অনুষ্ঠিত হবে।
খেলার মাঠে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পরিমল চন্দ্র ঘোষ ও কামালউদ্দিন দেওয়ান, কালীগঞ্জ পৌর মেয়র মো. লুৎফুর রহমান, জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান ফারুক মাষ্টার, তুমলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর বাক্কু, বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আতিকুর রহমান আকন্দ ফারুক, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আলহাজ¦ মোশারফ হোসেন, কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক মো. মাইনুল ইসলাম, কালীগঞ্জ পৌর যুবলীগের সভাপতি মো. বাদল হোসেন, সাধারন সম্পাদক রেজাউর রহমান আশরাফী খোকন প্রমুখ।