অসহায়-বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে পুলিশের প্রতি নির্দেশ: প্রধানমন্ত্রী
প্রতিটি কাজের জন্য পুলিশকেও জবাবদিহি করতে হবে বলে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, স্থিতিশীল আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের পূর্বশর্ত।
সোমবার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে জাতীয় পুলিশ সপ্তাহ ২০১৮ উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী এ সময় অসহায় ও বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে পুলিশের প্রতি নির্দেশ দিয়েছেন।
সন্ত্রাস, জঙ্গিবাদ নির্মূলে পুলিশ বিরাট ভূমিকা রেখেছে বলে মন্তব্য করেন তিনি।
দমনপীড়নের মুখে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের সুরক্ষায় পুলিশের ভূমিকার প্রশংসা করেন।
সন্তান, শিক্ষার্থীদের নজরদারির মধ্যে রাখতে অভিভাবক ও শিক্ষকদের প্রতি আহবান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন- এই শ্রেণীকে নজরদারির মধ্যে রাখলে দেশ থেকে সন্ত্রাস, জঙ্গিবাদ দূর করা সরকার ও পুলিশের পক্ষে সহজ হবে।
আইনশৃঙ্খলা খাতের খরচ ব্যয় নয় উন্নয়ন—এ কথা জানিয়েছে প্রধানমন্ত্রী আরো বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর পুলিশের বেতন যেভাবে বাড়িয়েছে বিশ্বের কোনও দেশের সরকার এটা পারেনি।
দেশের অর্থনীতি যথেষ্ট গতিশীল ও শক্তিশালী হওয়ার কারণেই এটা সম্ভব হয়েছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
জঙ্গি, মাদকের প্রতিকার, বাংলাদেশ পুলিশের অঙ্গীকার- প্রতিপাদ্য নিয়ে আজ-সোমবার থেকে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী পুলিশ সপ্তাহ। দিবসটি উপলক্ষে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস মাঠে সারাদেশ থেকে পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যদের সমন্বয়ে গঠিত ১১টি কন্টিনজেন্ট ও পতাকাবাহী দলের প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে ২০১৭ সালে পুলিশ বাহিনীর সদস্যদের অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে এবার ১৮২ জন সদস্যকে পুলিশ পদক তুলে দেন প্রধানমন্ত্রী।