মুন্সীগঞ্জে জেলা শুমারি কমিটির সভা অনুষ্ঠিত
রুবেল মাদবর
মুন্সীগঞ্জ প্রতিনিধি: জেল প্রশাসকের কার্যালয় ও জেলা পরিসংখ্যান কার্যালয়ের যৌথ আয়োজনে জেলা শুমারি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে,সোমবার বেলা ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সভা কক্ষে ন্যাশনাল হাউজহোল্ড ডাটাবেইজ (এনএইচডি)প্রকল্পের আওতায় মুন্সীগঞ্জ জেলা শুমারি কমিটির সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মোহা: হারুন অর রশিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন ,জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপ পরিচালক মো: রফিকুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা ড. অলিউর রহমান, জেলা তথ্য কর্মকর্তা মনির হোসেন,মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ভবতোষ চৌধুরী নুপুর,এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার কার্যালয়ের ডি আই ওয়ান নজরুল ইসলাম, সদর পৌর সভার সচিব বজলুর রশিদ,জেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শিরিন সুলতানা প্রমুখ সভায় বক্তারা বলেন মান সম্মত তথ্য সংগ্রহের লক্ষ্যে নিয়োগকৃত শুমারি কর্মীদের ব্যাপক প্রশিক্ষণের ব্যবস্তাসহ নানা মুখী উদ্যোগ নেয়া হয়েছে যাতে করে তথ্য সংগ্রহের ক্ষেত্রে কোন প্রকার জটিলতায় পড়তে না হয়।এছাড়াও শুমারি কাজে সঠিক তথ্য প্রদানে জনসাধারণকে উদ্বুদ্ধকরণের জন্য ইলেকট্রনিক ও প্রিন্টমিডিয়ার ব্যাপক ভূমিকা রাখতে পারে বলে বক্তারা মতা মত ব্যাক্ত করেন।