আক্কেলপুরে অসহায় দারিদ্র দুস্থ শীতার্ত মানুষদের শীতবস্ত্র বিতরণ করলেন সেনাবাহিনী।
জয়পুরহাট প্রতিনিধিঃ নিরেন দাস।
বাংলাদেশ সেনাবাহিনী (ARMY) প্রতি বছরের মতো দেশব্যাপী শীত কালিন মহড়া দিয়ে থাকেন।
যে শীতকালীন মহড়ায় আসা জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর কয়েকটি ব্যাটেলিয়ন ক্যাম্প অবস্থানরত রয়েছে।
সেই সব ব্যাটেলিয়নের মধ্য থেকে একটি ব্যাটেলিয়নের নিজ উদ্যোগে জয়পুরহাট জেলায় আক্কেলপুর উপজেলার স্টেশনে
আজ রাত্রি ৮ টায় উপজেলার দুস্থ, অসহায়, দারিদ্র, দিনমজুর মানুষদের মাঝে ৪৫০ পিচ কম্বল সহ জ্যাকেট বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী (ARMY) একটি ব্যাটেলিয়ন।
সেনাবাহিনীর উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণের সংবাদটি পেয়ে বিতরণী স্থানে দূত (চ্যানেল ফোর টিভি) ছুটে গিয়ে উপস্থিত হয়ে দেখতে পায়।
আক্কেলপুর উপজেলায় শীতকালীন মহড়ায় আসা বাংলাদেশ সেনাবাহিনী (ARMY) একটি ব্যাটেলিয়ন টিম দুস্থ, অসহায়,দারিদ্র্য,শ্রমজীবী,শীতা র্ত মানুষদের লাইন করে দাঁড়িয়ে রেখে একে একে ৪৫০ জনের হাতে কম্বল ও জ্যাকেট বিতরণ করছে।
সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণর স্থানে সাধারন জনগণের উপস্থিতর কারণে প্রচুর ভীর থাকায় এবং শীতবস্ত্র বিতরণের ব্যাটেলিয়ন ক্যাম কমান্ডার তিনি নিজ হাতে বিতরণ করছিলেন বলে তিনি ব্যস্ত থাকায় তাহার সঙ্গে কথা না বলতে পেয়ে।
উক্ত ব্যাটেলিয়নের একজন সেনা সৈনিকের সঙ্গে কথা বলে জানতে পারি। তারা প্রতিবছর শীতকালীন মহড়ায় দেশের বিভিন্ন স্থানে গিয়ে থাকে কিন্তু এবার তারা জয়পুরহাটের আক্কেলপুরে শীতকালীন মহড়ায় এসে ক্যাম্প করেছেন।
কিন্তু হঠাৎ করে আবহাওয়ার পরিবর্তনের ফলে কয়েকদিন ধরে রাজশাহী বিভাগেই সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে যাতে তীব্র শীতে শীতার্ত মানুষেরা কাহিল হয়ে পরছে তা দেখে আমাদের নিজ ব্যাটেলিয়নের উদ্যোগে আক্কেলপুরের শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করছি। এমন কথা বলেন সেনা সৈনিক।
সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণে সাধারন মানুষেরা আনন্দবোধ প্রকাশ করছে সাথে দুস্থ, অসহায়, দারিদ্র, শ্রমজীবী কয়েকজন মানুষেরা সেনাবাহিনীর দেয়া শীতবস্ত্র পেয়ে কান্নাভরা কণ্ঠে বলেন আজ আমরা যাদের ভোট দিয়ে জনপ্রতিনিধি বানিয়েছি তারা এমন তীব্র শীতে আমাদের কোন খোঁজখবর নিলো না এবং সরকারের আসা প্রতিবছরের মতো এবার কোন শীতবস্ত্রও আমাদের দিলো না কিন্তু আজ আমাদের মাঝে আর্মি রা শীতবস্ত্র দিলেন যাতে আমরা অনেক গর্বিত।
এবং তারা সেনাবাহিনীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন আক্কেলপুরের শীতার্ত মানুষেরা।