নওগাঁর বদলগাছীতে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করে থানা যুবলীগ সভাপতির সংবাদ সম্মেলন
জয়পুরহাট প্রতিনিধিঃ নিরেন দাস৷ নওগাঁ জেলার বদলগাছী উপজেলাতে সম্পত্তি ভোগদখলে বাঁধা প্রদান কারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ও চাচাত ভাই কিবরিয়া হত্যার বিচারের দাবীতে প্রধান মন্ত্রীর দৃষ্টি আকর্ষন করে৷ গতকাল মঙ্গলবার দুপুরে বদলগাছী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা যুবলীগ সভাপতি ইমামুল আল-হাসান তিতু সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংবাদ সম্মেলনে তুলে ধরেন৷ বদলগাছী উপজেলার পশুরামপুর মৌজার ২৩০ নং দাগে গত ১৯৬৫-৬৬ ইং সালে তার বাবা ও চাচারা মিলে তৎকালিন মহাকুমা প্রশাসক এর নিকট থেকে ৬ একর ৯ শতাংশ সম্পত্তি রেজিষ্ট্রেরি করে নিয়ে খাজনা খারিজ অন্তে এখনো দখলদার রয়েছে। উক্ত সম্পত্তিতে প্রায় ৯-১০ বিঘা জলাও রয়েছে যে জলায় তারা দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছেন। বিষয়ক উক্ত সম্পত্তির সঠিক মাফযোগ করে সীমানা নির্ধারণের জন্য গত ২০১৭ সালের ১২ জুন ও ২৬ শে জুন দু-দফায় সম্পত্তির মালিক ও উপজেলা যুবলীগ সভাপতি ইমামুল আল-হাসান তিতু তার লোকজন ও সরকারী সার্ভেয়ার নিয়ে গেলে পশুরামপুর গ্রামের জৈনক্য রাকিব উদ্দীন গং এর নেতৃত্বে রুস্তম ও নুরন্নবী এলাকায় মাইকিং করে গ্রামবাসী কে উস্কে দেয় এবং দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালাই। এমনই অবস্থায় প্রাণ ভয়ে তিতু সহ তার লোকজন উক্ত স্থান ত্যাগ করে প্রতিপক্ষদের বিরুদ্ধে থানায় এজাহার দাখিল করলে থানা পুলিশ মামলা রেকর্ড না করে ঘটনার ২ দিন পর থানায় একটি সাধারণ ডাইরি করে। উক্ত ডাইরি নং-১০৮৪ তাং-২৮-১২-২০১৭ ইং। উল্লেখ্য এই যে প্রতিপক্ষ রাকিব উদ্দীন গংদের বিরুদ্ধে বিজ্ঞ আদালত কর্তৃক উক্ত সম্পত্তির উপর ১৪৪/১৪৫ ধারা জারিও করা রয়েছে। তার পরও প্রতিপক্ষরা আদালতের নির্দেশকে অমান্য করে সম্পত্তিটি তে অবৈধ্য ভাবে প্রবেশ করে অভিযোগ করেন তিতু। এ ছাড়া তিনি আৱও অভিযোগ তোলেন, বিগত মিঠাপুর ইউপি নির্বাচনে তিনি চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার কারণে রাজনৈতিক প্রতিহিংসাবসত ২০১১ সালের এপ্রিল মাসে রাতের আধাঁরে তাকে হত্যা করতে গিয়ে ভুল ক্রমে তার চাচাত ভাই কিবরিয়াকে নির্মম ভাবে হত্যা করাও হয়। উক্ত হত্যার ঘটনাটি এখন ও বিচার না হওয়ায় সুষ্ট বিচার ও তার সম্পত্তি তে অবৈধ্য বাঁধা প্রদানকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য উক্ত সংবাদ সম্মেলনে তিনি বিনীত অনুরোধে দয়ার দৃষ্টি রাখতে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষন করেছেন যুবলীগ সভাপতি তিতু। উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগ সহ-সভাপতি মুনিরুল ইসলাম সাজু,উপজেলা যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক, তাজরুল ইসলাম, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক, মাহমুদুল হাসান বুলেট, মিঠাপুর ইউপি যুবলীগ সভাপতি, নির্মল কুমার,মিঠাপুর ইউপি শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, আশরাফুল আলম প্রমুখ সহ যুবলীগ ছাত্রলীগের আরও অন্যান্য নেতৃবৃন্দরা