গাংনীর পল্লীতে পানের বরজে আগুন ৬ লক্ষ টাকা ক্ষতি কৃষক দিশেহারা
এম এ লিংকন,মেহেরপুরঃ অপরিকল্পিত ভাবে বিদ্যুতের ট্রান্সফরমার বসানোর কারণে ৬লক্ষ টাকার পানের বরজ ছাই হয়ে গেলো। মঙ্গলবার বেলা ২টার দিকে মেহেরপুরের গাংনী উপজেলার পাকুড়িয়া গ্রামে পানের বরজে বৈদ্যুতিক খুটিতে স্থাপিত ট্রান্সফরমার এর শর্ট সার্কিটের কারণে প্রায় ৬ লক্ষ টাকার পানের ক্ষতি হয়েছে বলে দাবি করেন বরজ মালিক মৃত ওমেদ আলির ছেলে কৃষক আলি কদর। কৃষক আলি কদরের দিঘলকান্দি গ্রামের বাসিন্দা। ভুক্তোভুগি কৃষক তার পানের এ ধরণের ক্ষতিতে একেবারে সর্বশান্ত হয়ে গেছেন। প্রায় ২৫ কাঠা জমির উপর ১৮৫ পিলি পানের বরজ ছিলো যার আনুমানিক মুল্য ৬লক্ষ টাকা মতো দাবি কৃষক আলি কদরের। তিনি এ ক্ষতিতে বৈদ্যুতিক ট্রান্সফরমার অপরিকল্পিত ভাবে বসানোকে দায়ি করেন। এর আগে ট্রান্সফরমার মালিক পাকুড়িয়া গ্রামের মৃত খায়রুদ্দিনের ছেলে মনিরুল ইসলামকে ট্রান্সফরমারটিকে সরিয়ে নিতে বললে তিনি কর্ণপাত করেননি বলে জানান ভুক্তোভুগি কৃষক আলি কদর। কৃষক আলি কদর আরো জানান, আমার এ পানের বরজ পুড়ে যাওয়ার জন্য দায়ি মৃত খাইরুদ্দিনের ছেলে মনিরুল। তিনি এর যথাযথ বিচার দাবি করেছেন। এদিকে তার এ ক্ষতিতে নিজের সংসার ব্যায়ভার চালানো চিন্তায় একেবারে ভেঙ্গ পড়েছেন। তিনি ও তার পরিবার তার পাশে দাড়াতে স্ব-স্ব কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেছেন।