শুক্রবার বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু
টঙ্গীর তুরাগ তীরের ১৬০ একর জায়গার ইজতেমা ময়দানে শুক্রবার থেকে শুরু হতে যাচ্ছে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় জমায়েত বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এরইমধ্যে শেষ হয়েছে ইজতেমা আয়োজনের সব প্রস্তুতি।
তাবলীগ জামাতের স্বেচ্ছাসেবকরা ইজতেমায় আগত মুসল্লীদের জন্য তৈরি করেছে চটের ছাউনির প্যান্ডেল। তাবলীগ জামাতের বিদেশী মেহমানদের জন্য ময়দানের উত্তর-পশ্চিম পাশে থাকছে টিনসেড।
ইজতেমায় অংশ নিতে দেশ-বিদেশের তাবলীগের সদস্যরা আসতে শুরু করেছেন ইজতেমা ময়দানে। নিরাপত্তা রক্ষায় নেওয়া হয়েছে ৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা।
গাজীপুর পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, লাখ লাখ মুসল্লির সমাগমকে সামনে রেখে ইজতেমা ময়দানে গতবারের চেয়ে নিরাপত্তা ব্যবস্থা আরো বাড়ানো হয়েছে। সিসিটিভি ক্যামেরা, ওয়াচ টাওয়ার স্থাপন ছাড়াও থাকছে পুলিশ ও র্যাবের আলাদা কন্ট্রোল রুম।
এছাড়াও মুসল্লীদের জন্য ৫ হাজার ওজুখানা, ৯ হাজার শৌচাগার ও বিদেশী মেহমানদের জন্য ২৯০টি গোসলখানা নির্মাণ করা হয়েছে।
শুক্রবার শুরু হওয়া বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ১৪ জানুয়ারী আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। ৪ দিন বিরতির পর ১৯ জানুয়ারি বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হয়ে ২১ জানুয়ারী শেষ হবে।