নওগাঁ সাপাহারে এটিএন বাংলার দুই সাংবাদিক পেটানোর মামলায় গ্রেপ্তার-৫
জয়পুরহাট প্রতিনিধিঃ নিরেন দাস।
নওগাঁ জেলার সাপাহার উপজেলায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে এটিএন বাংলা টিভি চ্যানেলের দুই সাংবাদিক কে পেটানোর ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে সাপাহার থানা পুলিশ।
গত বুধবার বিকেলে সাপাহার থানায় এটিএন বাংলা ও এটিএন নিউজ টেলিভিশনের নওগাঁ প্রতিনিধি এ.এস.এম রায়হান আলম বাদী হয়ে হামলাকারী ৫ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ে করেন।
মামলার পরেই সন্ধ্যায় সাপাহার উপজেলার বিভিন্ন স্থান থেকে হামলাকারীদের আটক করা হয়েছে বলে জানা যায়।
আসামী গ্রেপ্তারকৃতরা হলেন, সাপাহার উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা মোঃ বাবলু রহমানের ছেলে (১) নূর আলম (২৫) অরুনপাড়া গ্রামের বাসিন্দা মৃতঃ আবু তাহের সরদারের ছেলে (২) মোঃ আবু তালেব (৩৮) গোডাউনপাড়া গ্রামের বাসিন্দা মৃতঃ আবদুস সাত্তার মন্ডলের ছেলে (৩) মোঃ আনোয়ার হোসেন (৩৫) একি গ্রামের মোঃ ইয়াকুব আলীর ছেলে (৪) মোখলেছুর রহমান (৩২) এবং আনিছুর রহমানের ছেলে (৫) মোঃ রুহুল আমিন (৩৫)।
আসামী গ্রেপ্তারকৃতরা হলেন, সাপাহার উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা মোঃ বাবলু রহমানের ছেলে (১) নূর আলম (২৫) অরুনপাড়া গ্রামের বাসিন্দা মৃতঃ আবু তাহের সরদারের ছেলে (২) মোঃ আবু তালেব (৩৮) গোডাউনপাড়া গ্রামের বাসিন্দা মৃতঃ আবদুস সাত্তার মন্ডলের ছেলে (৩) মোঃ আনোয়ার হোসেন (৩৫) একি গ্রামের মোঃ ইয়াকুব আলীর ছেলে (৪) মোখলেছুর রহমান (৩২) এবং আনিছুর রহমানের ছেলে (৫) মোঃ রুহুল আমিন (৩৫)।
স্থানীয় ও বিভিন্ন সাংবাদিক সূত্রে জানা যায়, নওগাঁ জেলার সাপহার উপজেলা সদরের জিরোপয়েন্ট এলাকায় ক্রয়সূত্রে পাওয়া ৪ শতক জমি গিয়াস উদ্দিন নামে এক ব্যক্তি ১৯৮৪ সালে বিপণিবিতান নির্মাণ করে।
যাহা বর্তমানে গিয়াস উদ্দিন মার্কেট নামে পরিচিত রয়েছে। মালিক গিয়াস উদ্দিন মারা যাওয়ার পর তার ওয়ারিশরা দীর্ঘদিন ধরে ওই মার্কেট ভাড়া দিয়ে ভোগদখল করে আসছিলেন কিন্তু গত সোমবার সাপাহার উপজেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক, মোঃ শাহাজাহান আলীর নেতৃত্বে কিছু লোকজন ওই বিপণিবিতানের ভাড়াটিয়াদের বের করে দিয়ে তালা দিয়ে দখলে নিলে।
এই ঘটনায় ঐ বিপণিবিতানের মালিক মৃতঃ গিয়াস উদ্দিনের স্ত্রী হাজেরা বেগম নওগাঁর সাপাহার সহকারী সিনিয়র জজ আদালতে মামলা করেন যে মামলার পর ঘটনাটি আলোচিত হয়ে পরে।
হাজেরা বেগমের অভিযোগের সূত্রে ধরে গত বুধবার দুপুরে ঘটনা স্থলে তথ্য সংগ্রহ করতে যান বেসরকারি টেলিভিশন চ্যানেল আই এর প্রতিনিধি ও নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি, কায়েস উদ্দীন এবং এটিএন বাংলা ও এটিএন টেলিভিশনের নওগাঁ জেলার প্রতিনিধিঃ এ.এস.এম রায়হান আলম।
হাজেরা বেগমের অভিযোগের সূত্রে ধরে গত বুধবার দুপুরে ঘটনা স্থলে তথ্য সংগ্রহ করতে যান বেসরকারি টেলিভিশন চ্যানেল আই এর প্রতিনিধি ও নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি, কায়েস উদ্দীন এবং এটিএন বাংলা ও এটিএন টেলিভিশনের নওগাঁ জেলার প্রতিনিধিঃ এ.এস.এম রায়হান আলম।
একজন সাংবাদিক তার দায়িত্বরত ভাবে ঘটনার
তথ্য সংগ্রহের সময় দখলদার সাপাহার উপজেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক পক্ষের ভাড়াটে ৭-৮ জন লোক ওই দুই সাংবাদিক কে কোন কিছু না বলার আগেই মারপিট শুরু করে যাহা দেখে স্থানীয়রা থানায় সংবাদ দিলে পরে সাপাহার থানা পুলিশ এসে উভয় সাংবাদিকদের উদ্ধার করে।
এ বিষয়ে সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাবঃ শামসুল আলম শাহ্ বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। এমনকি মামলার পর আসামিদের আটকও করা হয়েছে।
বৃহস্পতিবার গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে বলেন। যা
জয়পুরহাট চ্যানেল ফোর টিভির প্রতিনিধিও কে মোবাইল ফোনে নওগাঁর সাপাহার থানার (ওসি) শামসুল আলম শাহ্ গ্রেপ্তারকৃত ঘটনাটির বিষয় নিশ্চিত করেছেন।