ডিজিটাল বাংলাদেশ গড়তে হলে ডিজিটাল শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজন
নুর আলম সিদ্দিক, ভ্রম্যমান প্রতিনিধি দিনাজপুর থেকেঃ দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুর রহমান বলেছেন, ডিজিটাল বাংলাদেশ গড়তে হলে ডিজিটাল শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজন। নিরা একটি ডিজিটাল শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে শিক্ষার্থীদের মান সম্মত শিক্ষা প্রদানের অঙ্গীকার নিয়ে আত্মপ্রকাশ করেছে। সৎ ইচ্ছায় কোন কিছু শুরু করলে তার ফল ভালই হয়। এ জেলায় অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে কিন্তু বে-সরকারী পর্যায়ে ভালো শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠে নাই। আমার বিশ্বাস নিরা ভিশন স্কুল এন্ড কলেজ একটি মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে দিনাজপুরে পরিচিতি লাভ করবে।
“আমরা স্বপ্ন দেখি মেধাবী বাংলাদেশ গড়ার”- এই শ্লোগানকে সামনে রেখে ১০ জানুয়ারি বুধবার ১নং চেহেলগাজী ইউনিয়নের গোপালগঞ্জ হাট সংলগ্ন বে-সরকারি উদ্যোগে ডিজিটাল শিক্ষা প্রতিষ্ঠান নিরা ভিশন স্কুল এন্ড কলেজের উদ্বোধন করতে গিয়ে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। নিরা ভিশন স্কুল এন্ড কলেজের সভাপতি আলহাজ্ব খতিব উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আশরাফুল আলম (প্রধান), ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ কাশেম আলী, সাবেক কাউন্সিলর মোছাঃ মাহামুদা খাতুন জ্যোস্না ও স্কুল এন্ড কলেজ কমিটির নির্বাহী সদস্য মোঃ কামরুল ইসলাম কামাল। স্বাগত বক্তব্য রাখেন নিরা ভিশন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ এম. কে সোহেল রানা। অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন মোঃ মাহমুদুল ইসলাম। সঞ্চালকের দায়িত্ব পালন করেন স্কুলের সহকারী শিক্ষা মোঃ রুবেল ইসলাম। প্রধান অতিথি ফিতা কেটে নিরা ভিশন স্কুল এন্ড কলেজের উদ্বোধন করেন।