যারা পেট ও পেন্ধনের ব্যবস্থা করে তাদের ভালোবাসতে শিখুন লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক সিনিয়ন সচিব
নওগাঁ প্রতিনিধিঃ যারা পেট পেন্ধনের ব্যবস্থা করে, যাদের ট্যাক্সের টাকায় আমাদের সংসার চলে, তাদের ভালোবাসতে শিখুন, তাদের উন্নয়নে কাজ করুন, সেবা করুন। দেশের সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় আমাদের পেট পেন্ধনের ব্যবস্থা হয়। সেই সকল সাধারণ মানুষ যখন আপনাদের কাছে কোন সেবার জন্য আসে তাদের উন্নয়নে সেই সেবাটুকু দেবেন। গতকাল শুক্রবার বেলা ১০টায় নিজ জন্মস্থান নিয়ামতপুর উপজেলার উন্নয়ন মেলার দ্বিতীয় দিন পরিদর্শন শেষে সরকারী কর্মকর্তা ও সুধীজনদের সাথে এক মতবিনিময় সভায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মাদ শহিদুল হক উপরোক্ত কথাগুলো বলেন। তিনি আরো বলেন, দেশ আজ উন্নয়নের মহাসড়কে অবস্থান করছে, আপনারা সকলেই নিজ নিজ অবস্থান থেকে দেশের উন্নয়ন তথা সাধারণ মানুষের উন্নয়নে কাজ করুন।
উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ মোঃ মাহফুজুল আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এনামুল হক, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সিনিয়র সহকারী প্রধান মিনহাজুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লিয়াকত আলী, মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম, অফিসার ইন চার্জ (ওসি তদন্ত) নাজমুল হক।
উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সেলিম উদ্দিনের পরিচালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আমীর আব্দুল্লাহ মোঃ ওয়াহেদুজ্জামান, মাধ্যমিক শিক্ষা অফিসার রুহুল আমীন শেখ, উপজেলা শিক্ষা অফিসার নুরুল ইসলাম, নওগাঁ জেলা আওয়ামীলীগের সদস্য আবেদ হোসেন মিলন, শ্রীমন্তপুর ইউপি চেয়ারম্যান আজাহারুল ইসলাম বুলু, সদর ইউপি চেয়ারম্যান বজলুর রহমান নইমসহ উপজেলার বিভিন্ন সরকারী দপ্তর প্রধানগণ।
প্রধান অতিথি তাঁর জন্মস্থান নিয়ামতপুর উপজেলাকে ভিক্ষুকমুক্ত করতে চান। সেই লক্ষ্যে তিনি তাঁর বেতনের ১০দিনের বেতন ভিক্ষুক মুক্ত ফান্ডে দান করেন।