ঝিনাইদহে ‘মুজিব মানেই মুক্তি’ নাটকের প্রদর্শনী
ঝিনাইদহ প্রতিনিধিঃ
সারাদেশের ন্যায় ঝিনাইদহে জেলা প্রশাসনের আয়োজনে ৩ দিন ব্যাপী উন্নয়ন মেলার প্রথম দিনে ‘মুজিব মানেই মুক্তি’ নাটকের প্রদর্শনী করা হয়েছে। বৃহস্পতিবার রাতে শহরের পুরাতন ডিসি কোর্ট মুক্তমঞ্চে নাটকের প্রদর্শনী করে অংকুর নাট্য একাডেমী। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহা-পরিচালক লিয়াকত আলী লাকির গ্রন্থনা ও পরিকল্পনায় অংকুর নাট্য একাডেমীর সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন জুলিয়াসের প্রযোজনায় এ নাটক পরিবেশিত হয়। নাটকটি এই নিয়ে ৮ম প্রদর্শনী করা হল। বঙ্গবন্ধুর মহান সংগ্রামী জীবন ভিত্তিক ঐতিহাসিক নাট্যাখ্যান ‘মুজিব মানেই মুক্তি’ আবহমান বাংলার হাজার বছরের ইতিহাস, সংস্কৃতি, শোষণ, বঞ্চনা, দ্রোহ ও মুজিব স্বপ্ন বির্নিমান এই নাটকের মুল উপপাদ্য। নাটকে অংকুর নাট্য একাডেমীর ৩০ জন নাট্যকর্মী অংশ নেয়।