কালীগঞ্জে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন তুমলিয়া বালক উচ্চ বিদ্যালয়
লোকমান হোসেন পনির,কালীগঞ্জ (গাজীপুর) :
গতকাল শনিবার বিকেলে কালীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ ময়েজউদ্দিন মুক্তমঞ্চে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন তুমলিয়া বালক উচ্চ বিদ্যালয়। বিতর্কের বিষয় ছিল “ শুধুমাত্র অর্থনৈতিক উন্নয়ন নয় মানবিক উন্নয়ন এসডিজি অর্জনের অন্যতম প্রধান শর্ত ”। বিতর্কের পক্ষের দল সেন্ট মেরীস গার্লস স্কুল এন্ড কলেজ কে সুন্দর তথ্য-উপাত্ত ও প্রাণবন্ত যুক্তি-তর্কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন তুমলিয়া বালক উচ্চ বিদ্যালয়। মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি চ্যাম্পিয়ন ও রানার্স আপ স্কুলের মাঝে পুরস্কার বিতরণ করেছেন।
ওই সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মু. মুশফিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পরিমল চন্দ্র ঘোষ, ভাইস চেয়ারম্যান আমজাদ হোসেন স্বপন, মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলী দাস মিলি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সোহাগ হোসেন প্রমুখ।
ছবির ক্যাপশন ঃ মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দল তুমলিয়া বালক উচ্চ বিদ্যালয়কে পুরস্কার প্রদান করছেন।
লোকমান হোসেন পনির