শ্রীপুরে শ্রমিক অপহরণের চারদিন পর টঙ্গী থেকে উদ্ধার
টি.আই সানি,শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুরে এক কারখানার শ্রমিককে অপহরণের চার দিন পর টঙ্গী এলাকা থেকে উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ। গত ৮ জানুয়ারি কারখানায় কর্তব্য পালন শেষে বাড়ি ফেরার পথে তাকে অপহরণ করা হয়। ১২জানুয়ারি শুক্রবার রাতে তাকে টঙ্গী থেকে উদ্ধার করা হয়।
অপহৃত কারখানা শ্রমিক মো. আব্দুল শহিদ(২৫) ময়মনসিংহের ত্রিশাল উপজেলার লাইগুড়িপাড়া গ্রামের হবিজ উদ্দিনের ছেলে। তিনি শ্রীপুর পৌর এলাকার আসওয়াদ কম্পোজিট মিলস্ লিমিটেড নামে একটি কারখানায় চাকরি করেন।
শহিদের বড় ভাই আব্দুল হাই জানান, শ্রীপুর পৌর এলাকার বেড়াইদেরচালা কবিল উদ্দিনের বাসায় ভাড়া থেকে আসওয়াদ কম্পোজিট মিলস্ লিমিটেডে হেলপারের কাজ করে শহীদ। গত ৮ জানুয়ারি (সোমবার) রাত সাড়ে নয়টার দিকে অফিস ছুটির পর শহিদ বাসায়া ফিরে আসেনি। অনেক খোঁজাখোঁজি করেও তাকে পাওয়া যায়নি। পরদিন মঙ্গলবার দুপুরে আমার মোবাইলে ফোন করে ৬০হাজার টাকা মুক্তিপণ দাবি করে। ঘটনাটি শ্রীপুর থানা পুলিশকে অবহিত করে অভিযোগ দিলে পুলিশের সহায়তায় শুক্রবার রাতে আমার ভাইকে উদ্ধার করে থানা পুলিশ।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ আজিজুল হক বলেন, শহীদ ৮জানুয়ারি কর্মস্থল থেকে তার ভাড়া বাড়িতে আসার পথে ৩-৪ জন অজ্ঞাতনামা লোক চোখ বেঁধে প্রাইভেটকারে উঠিয়ে অপহরণ করে নিয়ে যায়। পরদিন মঙ্গলবার দুপুরে তার ভাইকে মোবাইলে ফোন করে মুক্তিপণ দাবী করলে ফোন নাম্বারসহ থানায় অভিযোগ দিলে, সৈয়দ আজিজুল হকের নেতৃত্বে শ্রীপুর থানার তিনটি টিম মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে শুক্রবার রাতে টঙ্গী রেল ষ্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা শহীদকে রেখে পালিয়ে যায়।