খেলাধুলায় মানুষের সুস্থ্য মননশীলতা ও মনবিকাশ গড়তে সাহায্য করে -দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
নুর আলম সিদ্দিক, ভ্রাম্যমান প্রতিনিধি:
দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ আবু বকর সিদ্দিক বলেছেন, খেলাধুলা মানুষের সুস্থ্য মননশীলতা ও মনবিকাশ গড়তে সাহায্য করে। খেলাধুলা মানুষের মনকে সর্বদা প্রফুল্ল রাখে। খেলাধুলা যেমন নিজেকে গড়তে সহযোগিতা করে তেমনি দেশ ও জাতির কল্যাণে কাজ করার সুযোগ করে দেয়। সে কারণে সকল অভিভাবকে তাদের সন্তানদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণ করাতে হবে।
১৪ জানুয়ারী রোববার দিনাজপুর ইকবাল হাই স্কুল এর বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ আবু বকর সিদ্দিক প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। তিনি বলেন, জ্ঞান বিজ্ঞানের সকল শাখায় অবাদ বিচরণে পারদর্শী করে তুলতে শিক্ষার্থীদেরকে প্রস্তুত করে তুলতে হবে। এর মধ্যে দিয়ে বিশ্বের সকল প্রান্তের মেধাবীদের সাথে মোকাবেলা করেই আমাদের শিক্ষার্থীরা এগিয়ে যাবে। এতে করে জাতি ও দেশ হিসেবে আমরা সমাদূত হব। তাই প্রয়োজন যথাযথ জ্ঞান বিজ্ঞানের শিক্ষা এই শিক্ষাই পারে আমাদের বিশ্বমানে পৌঁছে দিতে। এই লক্ষে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকদেরও প্রতিনিয়ত প্রশিক্ষন গ্রহণ করতে হবে। শিক্ষার্থীদের নীতি নৈতিকতায় মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।
দিনাজপুর ইকবাল হাই স্কুল এর পরিচালনা কমিটির সভাপতি গোলাম নবী দুলাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম, উপাজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আশরাফুল হক, ইকবাল হাই স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য মোসাদ্দেক হোসেন চৌধুরী পাপ্পু ও মোঃ সোহেল রানা। স্বাগত বক্তব্য রাখেন ইকবাল হাই স্কুলের প্রধান শিক্ষক সেলিমা সুলতানা।