বদলগাছীতে আনসার-ভিডিপি’র ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ শেষ
জয়পুরহাট প্রতিনিধিঃ নিরেন দাস।
নওগাঁ জেলার বদলগাছী উপজেলার আনসার-ভিডিপি’র আয়োজনে ০১ জানুয়ারিতে ১০ দিনব্যাপী ভিডিপি'র মৌলিক প্রশিক্ষণ শুরু হয়েছিল।
বদলগাছী উপজেলার আধাইপুর ইউপি'র আধাইপুর গ্রামে ১ জানুয়ারি থেকে গতকাল রোববার পর্যন্ত এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। মৌলিক প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন, বদলগাছী উপজেলা আনসার ভিডিপি'র অফিসার, মোঃ ইয়াকুব আলী।
প্রশিক্ষণে আধাইপুর গ্রামের ৬৪ জন পুরুষ ও মহিলাদের অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণে সেশন পরিচালনা করেন বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা,জনাবঃ মাসুম আলী বেগ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার,জনাবঃ আবদুল করিম, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার, জনাবঃ মোঃ শহিদুল ইসলাম, বদলগাছী কৃষি অফিসার, মোঃ হাসান আলী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, ডাঃ মোঃ জাহিদ নজরুল চৌধুরী, উপজেলা প্রাণী সম্পদ অফিসার, ডাঃ মোঃ জিয়াউর রহমান, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক মহাদেবপুর শাখা ব্যবস্থাপক, জনাবঃ মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রশিক্ষক, শ্রী গৌতম চন্দ্র পাল, উপজেলা প্রশিক্ষক, শেফালী খাতুন, উপজেলা আনসার কোম্পানী কমান্ডার, মোঃ রফিকুল ইসলাম, উক্ত ইউনিয়ন দলনেতা, মোহাম্মদ আলী ও দলনেত্রী ভুলিনা রানী।
প্রশিক্ষণে ভিডিপি'র মৌলিক বিষয়, মাদক, বাল্যবিবাহ, আইন-শৃংখলা, স্যানিটেশন, কৃষি, প্রাণি সম্পদ, স্বাস্থ্য, পেশাভিত্তিক প্রশিক্ষণ, কর্মসংস্থান সহ বিভিন্ন বিষয় নিয়ে সচেতনা মূলক আলোচনার মধ্য দিয়ে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ শেষ হয়।