লালমনিরহাটে ৫৭ ধারায় ১৫টি সিমসহ ফেক আইডি’র অ্যাডমিন গ্রেফতার
লালমনিরহাট প্রতিনিধি :
লালমনিরহাটে ৫৭ ধারায় ফেসবুক ফেক আইডি’র অ্যাডমিন লিমন আহম্মেদ নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বিভিন্নজনের নামে ফেক আইডি তৈরী করে অশ্লীল ছবি ছড়িয়ে দেয়ার অভিযোগে তাকে ১৫টি সিম ও ৪ টি মোবাইল সেটসহ সোমবার রাতে গ্রেফতার দেখায় লালমনিরহাটের ডিবি পুলিশ। গ্রেফতারকৃর্ত লিমন আহমেদ জেলার আদিতমারী উপজেলার তালুক পলাশী এলাকার বকুল মিয়ার পুত্র বলে জানা গেছে। তার বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
লালমনিরহাট পুলিশ সুপার এসএম রশিদুল হক জানান, লিমন আহমেদ বিভিন্ন জনের ছবি ব্যবহার করে ফেক আইডি’র মাধ্যমে অশ্লীল ছবি প্রচার করে আসছে। জেলা আওয়ামী লীগের সিনিয়র নেতাদের নামেও ফেক আইডি তৈরি করে লিমন। সে ফেক আইডি’র মাধ্যমে বিভিন্ন জনের কাছে চাঁদা দাবী করে থাকেন। এক কলেজ শিক্ষকের ছোট বোনের ছবি অশ্লীলভাবে প্রচারের হুমকি দিলে ওই কলেজ শিক্ষক বিষয়টি আদিতমারী থানায় অভিযোগ করেন। শিক্ষকের দেওয়া তথ্য মতে ফেসবুকের সেই ফেক আইডি'র অনুসন্ধানের কাজ করেন জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ওই ঘটনায় রোববার ডিবি পুলিশ ফেক আইডি'র অ্যাডমিন লিমনকে নিজ বাড়ি থেকে আটক করে। টানা ২ দিন জিজ্ঞাসাবাদে ১৫টি সিম ও ৪টি মোবাইল সেট জব্দ করে পুলিশ। যা দিয়ে চালানো হয়েছে ওই সব ফেক আইডি। সোমবার রাতে তাকে ৫৭ ধারায় গ্রেফতার দেখানো হয়েছে। লিমনের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা করতে পুলিশ মহাপরিদর্শকের অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে বলে জানান পুলিশ সুপার এসএম রশিদুল হক।