রাজশাহীতে জামায়াতের মেয়র প্রার্থী সিদ্দিক হোসাইন!
আসন্ন রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। বুধবার দুপুর ১২টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি আশরাফুল আলম ইমন তার নিজস্ব ফেসবুক আইডিতে প্রার্থীর নাম ও ছবি প্রকাশ করে স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি রাজশাহী মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ সিদ্দিক হোসাইন মেয়র প্রার্থী হচ্ছেন বলে লিখেছেন।
ইমন আশরাফ নামের ফেসবুক আইডিতে তিনি লিখেন, ‘‘রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী রাজশাহী মহানগরীর সম্মানিত সেক্রেটারি অধ্যক্ষ সিদ্দিক হোসাইন। (উল্লেখ্য তিনি ১৯৯৪ সালে অনুষ্ঠিত রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনেও জামায়াতের মনোনীত মেয়র প্রার্থী হিসেবে দেয়াল ঘড়ি প্রতিক নিয়ে নির্বাচন করেছিলেন)’’।
এব্যাপারে জামায়াতের সেক্রেটারি বা দায়িত্বশীলদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে ফোনে তাদের পাওয়া যায়নি।
তবে জামায়াতের একটি সূত্র জানায়, সম্প্রতিব রাজশাহী মহানগরে জামায়াতে ইসলামী তৃণমূলে জরিপ চালায়। ওই জরিপের প্রতিবেদনের প্রেক্ষিতে বুধবার সকালে জামায়াতের কেন্দ্র থেকে রাজশাহী সিটি করপোরেশনে অধ্যক্ষ সিদ্দিক হোসাইনকে মেয়র প্রার্থী ঘোষণা করা হয়।
মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি সিদ্দিক হোসাইন বিনোদপুর ইসলামীয়া কলেজের অধ্যক্ষ ছিলেন। এছাড়াও তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। সিদ্দিক হোসাইনের বাড়ি নগরের মতিহার থানার ধরমপুর এলাকায়।পিটি।।