উন্নয়নই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকারের প্রধান লক্ষ্য সৈয়দা সায়রা মহসিন এমপি
এ.কে.অলক মৌলভীবাজার: মানুষের দুঃখ-দুর্দশা দূর করা এবং উন্নয়নই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকারের প্রধান লক্ষ্য বলেন মৌলভীবাজার ৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসিন এমপি।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে প্রবাসী মোহন আহমদ এর সার্বিক সহযোগিতায় মৌলভীবাজার সদর উপজেলার কনকপুর ইউনিয়নের ভাদঁগাও গ্রামের তাহেরুন্নেছা উচ্চ বিদ্যালয়ে সিসিটিভি নেটওয়াকিং এর উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
সৈয়দা সায়রা মহসিন এমপি আরো বলেন, প্রয়াত সমাজকল্যাণমন্ত্রী মৌলভীবাজারের উন্নয়নে যেভাবে কাজ করেছেন সেভাবে আমিও আপনাদের পাশে থাকবো। আপনারা সৈয়দ মহসিন আলীকে ভালোবেসে যেভাবে তাঁকে সহযোগিতা করেছেন সেভাবে আমাকেও সহযোগিতা করবেন। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ শিক্ষা, অর্থনীতি, কৃষি, শিল্প এবং বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে যুগান্তকারী সাফল্য অর্জন করেছে। তাই আগামীতে আবার শেখ হাসিনা সরকারকে ক্ষমতায় আনতে হবে।
এডভোকেট বদরুল হোসেন এর সভাপতিত্বে ও তাহেরুন্নেছা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুন এর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন,কনকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: রেজাউর রহমান চৌধুরী, জেলা ফুটবল এসোসিয়েশেনের সভাপতি আক্তরুজ্জামান,প্রবসী শামছুল হক,সাবেক স্কুল ম্যানেজিং কমিটির রইছ মিয়া,ছাত্রদের পক্ষে সাজাদুর রহমান রাজন প্রমুখ।
পরে কৃতি শিক্ষাথীদের মাঝে ক্রেষ্ট বিতরণ করা হয়।