ঝিনাইদহের বেতাই গ্রামে গ্রাম-বাংলার প্রাচীন ঐতিহ্যবাহী গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতা ॥ এলাকায় উৎসবের আমেজ
জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহঃ
আধুনিকতার এই যুগে অনেকটা হারিয়েই যেতে বসেছে গ্রাম বাংলার ঐতিহ্য- গরুর গাড়ি। দিন দিন কমে যাচ্ছে এর ব্যবহার। এই হারিয়ে যাওয়া ঐতিহ্যকে ধরে রাখতে, নতুন প্রজন্মকে জানান দিতে ও গ্রামবাংলার মানুষকে খানিকটা আনন্দ দিতে বৃহস্পতিবার ঝিনাইদহের সদর উপজেলার গান্না ইউনিয়নের বেতাই গ্রামে অনুষ্ঠিত হলো গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতা। কয়েক হাজার আগত দর্শক মাঠে উপস্থিত থেকে উপভোগ করেন এই খেলা। বিলুপ্ত প্রায় গরু গাড়ির দৌড় প্রতিযোগিতাকে কেন্দ্র করে সেখানে সৃষ্টি হয় উৎসবের আমেজ। আর রোমাঞ্চকর এই প্রতিযোগিতা ঘিরে আনন্দ মেলা ছিলো বাড়তি আকর্ষণ। জানা যায়, গত ৫ বছরের ন্যায় এবারো আয়োজন করে গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতা। ঝিনাইদহ, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলা থেকে ১৬টি গরুর গাড়ি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। মঙ্গলবার সকাল থেকে শুরু হয়ে এই খেলা চলে সন্ধ্যা পর্যন্ত। খেলা শুরুর আগ থেকেই হাজার হাজর দর্শক মাঠে জড়ো হয়। দূর-দূরান্ত থেকে আগত নারী, পুরষ, মহিলা ও শিশু উপভোগ করেন এই ঐতিহ্যবাহী গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতা। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রথম স্থান অধিকার করেন জেলার বেতাই গ্রামের রহুজ্জেল বিশ্বাস। তাকে পুরস্কার হিসেবে হাতে তুলে দেয়া হয় ২১ ইঞ্চি রঙ্গিন টেলিভিশন। দ্বিতীয় স্থান অধিকার করেন সদর উপজেলার বেতাই গ্রামের ডালিম কুমার। তাকে দেওয়া হয়েছে ১৬ ইঞ্চি রঙিন টেলিভিশন ১টি ও তৃতীয় স্থান অধিকার করেছেন কালিগনজের গোলাম রসুল কে উপহার দেওয়া হয়।৪র্থ যশোরের মিজানুর রহমান,৫ম জেলার কোটচাঁদপুরের সামাউল ও বেতাই গ্রামের আনারুল ৬ষ্ঠ পুরুস্কার পান। পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজক গান্না ইউনিয়নের চেয়ারম্যান নাসির উদ্দিন মালিতার সভাপতিত্বে অনুষ্টান অনুষ্টিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ পুলিশ সুপার মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিজানুর রহমানের সহধর্মীনি, অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ,সদর থানার ওসি এমদাদুল হক শেখ, ওসি (তদন্ত) প্রবীর কুমার বিশ্বাস,এস আই কামরুজ্জামান সহ ডিবি ও ডিএসবি কর্মকর্তা। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক জাহিদুর রহমান তারিক, সাজ্জাদ,আহমেদ নাসিম আনসারী, রাজিব হাসান, আব্দুর রহমান মিল্টন, শেখ রুহুল আমিন, সোহাগ আলী প্রমূখ। বেতাই গ্রামবাসীর আয়োজনে গান্না ইউনিয়নের চেয়ারম্যান নাসির উদ্দিন মালিতার তত্বাবধানে সার্বিক ভাবে অনুষ্ঠানের সহযোগিতা করেন মন্নু বিশ্বাস,মিজানুর রহমান,মনি ডাক্তার,আইয়ুব হোসেন প্রমূখ। আলোচনা অনুষ্ঠানে অতিথিদের ফুলেল শুভেচ্ছা দেন। আলোচনা শেষে প্রধান অতিথি পুলিশ সুপার মিজানুর রহমান সহ অতিথিবৃন্দ বিজয়ীদের মধ্যে পুরুস্কার তুলে দেন।