আগামী ৬ মাসের মধ্যে ডাকসু নির্বাচনের নির্দেশ
আগামী ছয় মাসের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়-ঢাবি কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
বুধবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের বেঞ্চ এ রায় দিয়েছে।
আদালত জানিয়েছে, এ নির্বাচনের সময় যদি আইন-শৃঙ্খলা বাহিনীর সহায়তার দরকার হয় তাহলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সে বিষয়ে যথাযথ ব্যবস্থা নিতেহবে।
ডাকসু নির্বাচন নিয়ে ছয় বছর আগের একটি রুলের নিষ্পত্তি করেছে হাইকোর্ট।
প্রায় দুই যুগ ধরে ডাকসু নির্বাচন না হওয়ায় প্রশাসনকে বাধ্য করতে ২০১২ সালে এই রিট আবেদন করেন ২৫ শিক্ষার্থী।
ওইসময় আদালত রুল জারি করে জানতে চায়, ডাকসু নির্বাচনের ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না।
শিক্ষা সচিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ট্রেজারার, রেজিস্ট্রার ও প্রক্টরের কাছে এই জবাব চাওয়া হয়েছিল।