জাতিসংঘের ত্রাণ তহবিলের অর্থ কমালো যুক্তরাষ্ট্র
ফিলিস্তিনিদের সাহায্যে গঠিত জাতিসংঘের ত্রাণ তহবিলে প্রতিশ্রুত আর্থিক সহায়তার পরিমাণ অর্ধেকে নামিয়ে এনেছে যুক্তরাষ্ট্র— বাকি অর্থ দেয়া হবে কি না তা ভবিষ্যতে বিবেচনা করা হবে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।
এ বছর অর্থনৈতিক সহায়তা হিসেবে ১২৫ মিলিয়ন ডলার দেয়ার কথা থাকলেও এখন এ অর্থ অর্ধেকেরও বেশি না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন।
যুক্তরাষ্ট্র বলছে, জাতিসংঘকে ৬০ মিলিয়ন ডলার পাঠানো হবে কিন্তু বাকি ৬৫ মিলিয়ন ডলার দেয়া হবে কি না তা ভবিষ্যতে বিবেচনা করা হবে।
এতে ফিলিস্তিনে চলমান ত্রাণ কার্যক্রম অর্থসংকটে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।
ফিলিস্তিনিদের জন্য জাতিসংঘ ত্রাণ কার্যক্রমের প্রায় ৩০ শতাংশ আসে যুক্তরাষ্ট্র থেকে।
এই অর্থে স্বাস্থ্য ও শিক্ষাসহ অন্যান্য সেবামূলক কার্যক্রম চালানো হয়।