টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ২৬
অন্তু দাস হৃদয়, টাঙ্গাইল প্রতিনিধি :
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ২ জন ব্যক্তি। এতে আহত হয়েছেন অন্তত ২৬ জন।
আজ (১৭ জানুয়ারি) বুধবার সকাল পৌনে সাতটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মির্জাপুর উপজেলার দুল্যা মনসুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত ২ জনের মধ্যে ১ জনের পরিচয় জানাগিয়েছে। নাম মোস্তফা (৪৫)। বাড়ি নাটোরের বনপাড়া উপজেলায়।
আহত ব্যক্তিদের মধ্যে ২১ জনকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে কয়েক জনের অবস্থা গুরুতর।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রীবাহী দুটি বাস, একটি কাভার্ডভ্যান ও একটি ট্রাকের মধ্যে সংঘর্ষ হলে হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার পর এলাকাবাসী উদ্ধারকাজ শুরু করে।
পরে, খবর পেয়ে মির্জাপুর ও গোড়াই হাইওয়ে থানা-পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে আসেন।
দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কের উভয় পাশে প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
সকাল আটটার দিকে মির্জাপুর থানা-পুলিশ রেকার দিয়ে দুর্ঘটনা-কবলিত যানবাহন গুলো সরিয়ে নেয়। এরপর মহাসড়কে যান চলাচল শুরু হয়।
এ বিষয়ে টাঙ্গাইলের মির্জাপুর গোড়াই হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এস.আই) বাবলু শেখ জানান, যানবাহন চারটি সরিয়ে নেওয়া হয়েছে। হতাহত হওয়া ব্যক্তিদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাতে পাঠানো হয়েছে।