বান্দরবানে উৎসব মুখোর পরিবেশে SATV পঞ্চম বর্ষপূর্তি র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
মংহাইথুই মার্মা রুমা(বান্দরবান প্রতিনিধি) :
বান্দরবানে উৎসব মুখর পরিবেশে পালিত হয়েছে এসএ টিভির ৫ম বর্ষপূর্তি। আজ ১৯ জানুয়ারি শুক্রবার সকাল সাড়ে ১০টায় বান্দরবান প্রেসক্লাব ভবন থেকে বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার বান্দরবান প্রেসক্লাবে এসে ৫ম তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কেটে প্রতিষ্ঠানটির অগ্রযাত্রার মঙ্গল কামনা করেন প্রধান অতিথি বান্দরবান জেলা প্রশাসক জনাব, দিলীপ কুমার বণিক।
আরো উপস্থিত ছিলেন বান্দরবান জেলা সিনিয়র সহকারী পুলিশ সুপার জনাব, ইয়াসিন আরাফাত, বান্দরবান সদর উপজেলা চেয়ারম্যান জনাব, মোঃ আব্দুল কুদুছ, বান্দরবান প্রেসক্লাবে সভাপতি জনাব, আমিনুল ইসলাম বাচ্চু, বান্দরবান প্রেসক্লাবে সাবেক সাধারণ সম্পাদক ও এটিএন বাংলা জেলা প্রতিনিধি জনাব, মিনারুল হক, সিনিয়র সাংবাদিক ও প্রথম আলো'র বান্দরবান জেলা প্রতিনিধি মি: বুদ্ধজ্যোতি চাকমা, বান্দরবান প্রেসক্লাবে বর্তমান সাধারণ সম্পাদক জনাব, ফরিদুল আলম সুমন, সময় টেলিভিশনে জেলা প্রতিনিধি জনাব, এস বাসু দাস, এসএ টিভি জেলা প্রতিনিধি মি: উশৈথোয়াই মার্মা, একুশে টিভি জেলা প্রতিনিধি জনাব, নজরুল ইসলাম টিটু, ডিবিসি জেলা প্রতিনিধি জনাব, সৈকত দাস, বিটিভি জেলা প্রতিনিধি ও সিনিয়র সাংবাদিক জনাব, মনিরুল ইসলাম, সিপ্লাস টিভি জেলা প্রতিনিধি জনাব, মিঠুন, দৈনিক ঢাকা প্রতিদিন ও এমটিভি রুমা প্রতিনিধি মি: মংহাইথুই মার্মা, নিউজ৭১.কম জেলা প্রতিনিধি মি: রিচার্ড বম, পাহাড় বার্তা কক্ষে কিকিউ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি এবং বিশেষ বক্তারা বলেন, বেসরকারী টেলিভিশন এসএ টিভি হাটি-হাটি, পা-পা করে ৫ বছর পার করেও স্থান করে নিয়েছে সকল সাধারণ মানুষের হৃদয়ে। এ চ্যানেলটি পার্বত্য চট্টগ্রামের কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরে আগামী দিন গুলোতে সাধারণ মানুষের পাশে থেকে বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করে দেশ ও জাতীর কল্যাণে অগ্রণী ভূমিকা পালন করবে।