রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে জাতিসংঘ কর্মকর্তা
রোহিঙ্গা পরিস্থিতি সরেজমিনে দেখতে কক্সবাজার গেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থার বিশেষ দূত ইয়াং হি লি।
শনিবার সকালে টেকনাফের দমদমিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন তিনি।
টেকনাফ নেচার পার্কের অভ্যর্থনা কেন্দ্রে ১০ জন রোহিঙ্গা পুরুষ ও ১০ জন নারীর সঙ্গে কথা বলেন ইয়াং হি লি।
এ সময় রোহিঙ্গারা তাদের ওপর নির্যাতনের কথা বর্ণনা করেন।
সফরকালে তার সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা-আইওএম ও ক্যাম্পে নিয়োজিত আন্তর্জাতিক দাতা সংস্থাগুলোর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এরপর দুপুরে তিনি টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প ও রইক্ষ্যং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন।
এদিকে, গতকাল রোহিঙ্গাদের ফেরত পাঠাতে বাংলাদেশ মিয়ানমারের সঙ্গে যে চুক্তি করেছে তার বিরুদ্ধে একদল রোহিঙ্গা কক্সবাজারের একটি শরণার্থী শিবিরে বিক্ষোভ করেছে।
কুতুপালং শরণার্থী শিবিরের একটি ব্লকে এ বিক্ষোভে একশোর মতো শরণার্থী অংশ নিয়েছে বলে জানা গেছে।
তারা মিয়ানমারে ফেরত পাঠানোর আগে সেখানে জাতিসংঘের তত্ত্বাবধানে একটি নিরাপদ এলাকা গড়ে তোলাসহ ৬ দফা দাবি জানান।