সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই শিক্ষামন্ত্রীর কর্মকর্তাদের গ্রেপ্তার করা হয়েছে: কামাল
সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের ব্যক্তিগত কর্মকর্তাসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
সোমবার রাজধানী স্কুলে স্বরস্বতী পূজা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
স্বরাষ্টমন্ত্রী বলেন, তবে ওই তিন জনকে কোন অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়ে জানেন না।
গতকাল শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত কর্মকতা মোতালেবসহ তিন দিনে নিখোঁজ তিন জনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ-ডিবি।
পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমকে জানা হয়, শিক্ষা মন্ত্রণালয়ে নানা দুর্নীতির সঙ্গে জড়িত থাকায় মোতালেব ও নাসিরকে গ্রেপ্তার করা হয়েছে। আর লেকহেড গ্রামার স্কুলের মালিক আব্দুল মতিনকে গ্রেপ্তার করা হয় জঙ্গিবাদে অর্থায়নের অভিযোগে।
শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চমান সহকারী গত বৃহস্পতিবার নিখোঁজ হন। এর তিন দিনের মাথায় নিখোঁজ হন শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা মোহাম্মদ মোতালেব হোসেন।