শার্শায় ১০০৩ বোতল ফেনসিডিল সহ মা ছেলে আটক
শহিদুল ইসলাম,বেনাপোল প্রতিনিধি :
যশোরের শার্শা উপজেলার লাউতারা গ্রাম থেকে এক হাজার দুই বোতল ভারতীয় ফেনসিডিলসহ জয়নুর বেগম (৪৫) ও তার ছেলে মাসুদ রানা (২২) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৬ সদস্যরা।
রোববার লাউতারা সরদারপাড়া গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটক জয়নুর বেগম ওই গ্রামের জয়নাল সরদারের স্ত্রী ও মাসুদ রানা তাদের ছেলে।
র্যাব-৬, যশোর ক্যাম্পের কমান্ডার মেজর মোঃ জিয়াউর রহমান সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, লাউতারা গ্রামে মালয়েশিয়া প্রবাসী ও জয়নুর কেগমের মেয়ে রত্নার একতলা পাকা বাড়িতে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য কেনা-বেচার জন্য অবস্থান করছে। সেখানে অভিযান চালানো হলে র্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন মাদক ব্যবসায়ী পালিয়ে গেলেও জয়নুর বেগম ও তার পুত্র মাসুদ রানাকে হাতেনাতে আটক করে র্যাব সদস্যরা।
পরে র্যাব সদস্যরা তার বাড়ির শোওয়ার খাট ও ওয়্যার ড্রপ ভেঙে এক হাজার দুই বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে। আটক ও পলাতক আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।