পাঁচবিবিতে প্রতিমা ভাঙচুরে গ্রেপ্তার-১
জয়পুরহাট প্রতিনিধিঃ নিরেন দাস।
জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার পৌর শহরের রেলস্টেশনের হিন্দু কলনী এলাকায় একটি কালি মন্দিরের দুটি প্রতিমা ভাঙ্গার দায়ে ওয়ালীউল্লাহ (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পাঁচবিবি থানা পুলিশ।
আজ সোমবার সকালে প্রতিমা ভাঙচুর করার সময় স্থানীয় বিক্ষিপ্ত জনতা ওয়ালীউল্লাহ্ কে ধাঁওয়া করে আটকে রেখে থানা পুলিশে সোপর্দ করে।
গ্রেপ্তারকৃত ওয়ালীউল্লাহ্ নীলফামারী জেলা সদর উপজেলার হাজীপাড়া গ্রামের স্থায়ী বাসিন্দা মোঃ একরামুল হকের ছেলে বলে জানা গিয়েছে।
প্রতিমা ভাঙচুরের সময়ে প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফরিদ হোসেন জানিয়েছেন, ওয়ালীউল্লাহ্ ওই মন্দিরে প্রবেশ করে কালী দেবী ও শিব দেবতার প্রতিমা ভাঙচুর করছিল। উক্ত সময়ে স্থানীয়রা দেখতে পেয়ে তাকে ধাঁওয়া করে আটক করে পুলিশ কে খবর দিলে। পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
পাঁচবিবির অবস্থিত মন্দিরটি সরকারি রেলওয়ের জায়গায় অবস্থিত হওয়ায় সংশ্লিষ্ট রেল জংশন সান্তাহার রেলওয়ের পুলিশ কে অবহিত করা হয়েছে।
এ ব্যাপারে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলেও জানান পাঁচবিবি থানার ওসি।