কাতারে বাংলাদেশী যুবকের নামাজে জানাজা সম্পন্ন।
এনামুল হোসেন) দোহা কাতার: কাতার প্রবাসী মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের সিঙ্গুর গ্রামের সৈয়দ মাজহারুল আলী শাহ শয়নের নামাজে জানাজা ২১-০১-২০১৮ইং রবিবার বাদ মাগরিব কাতারের হামাদ হাসপাতাল মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়। শয়ন গত ১৩-০১-২০১৮ ইং তারিখে ব্রেইন স্টক করে হামাদ হাসপাতালে মারা যান।
জানাজার নামাজ ও মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ থেকে আগত হযরত মাওলানা ইমরান আহমদ।
জানাজার নামাজে উপস্থিত ছিলেন, ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন চৌধুরী, মোঃ জাকির হোসেন, সাহেদ আহমদ সাদ, আব্দুস সালাম ফুল, নাজমুল হোসেন, রুবেজ আহমদ রুবেল, সুয়েব আহমদ তালুকদার, সুমন আহমদ, তাজুল ইসলাম তাজ, তারেক আহমদ, এনামুল ইসলাম এনাম, তাজুল ওয়াহিদ, শফিউল আলম মানিক,খালেদ আহমদ,রাসেল আহমদ,সুহেল মিয়া,আবেদ হোসেন,নিয়ামত হোসেন,রেহমান মিয়া সহ কাতারস্ত বাংলাদেশ কমিউনিটি ও বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
এই লাশ দেশে পাঠাতে কুলাউড়া এসোসিয়েশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তাদেরকে ধন্যবাদ জানান জানাজার নামাজে আসা উপস্থিতি।
মৃত শয়নের লাশ সোমবার রাত কাতার সময় ১১:৪৫ মিনিটে বাংলাদেশ বিমানে দেশের উদ্যেশে রওয়ানা হবে, মঙ্গল বার বাংলাদেশ সময় সকাল ১১ টায় সিলেট ওসমানী বিমানবন্দরে পৌছার কথা রয়েছে।