আক্কেলপুরে নৈশ প্রহরীর হাত পা বেঁধে একরাতে ১৪ টি দোকানে ডাকাতি
জয়পুরহাট প্রতিনিধিঃ নিরেন দাস।
জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইউপির কাশিড়া বাজারের ৪ জন নৈশ প্রহরীর হাত পা বেঁধে দুর্বৃত্তরা ১৪ টি দোকানের তালা ভেঙে নগদ টাকা ও মালামালসহ সাড়ে ৮ লাখ টাকা ডাকাতি করেছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী, পুলিশ ও বণিক সমিতির সভাপতি জানান, গত রোববার দিবাগত রাত অনুমান দেড়টার সময় উপজেলার কাশিড়া বাজারের নিয়মিত পাহারাদার সুমন চন্দ্র মালি, আবদুুর রশিদ, বাসুদেব ও জিন্না মিয়াকে ১০-১২জনের একদল দুর্বৃত্ত ছোরার মুখে জিম্মি করে তাদের হাত পা ও মুখ বেঁধে রেজাউল ইসলাম, হাবিবুর রহমান, শাহজাহান ও রফিকুল ইসলামের ৪ ফ্ল্যাক্সি লোডের দোকান, আবদুুল হান্নান ও রফিকুল ইসলামের কিটনাশকের দোকান, রবিউল ইসলাম, হবিবর রহমান, আসাদুল ইসলাম, কানাই চন্দ্র পাল, দুলাল হোসেন, রাব্বি হাসান, রেজাউল ইসলাম ও এমদাদুল ইসলামের মুদি দোকানসহ মোট ১৪টি দোকানের তালা ভেঙে দুর্বৃত্তরা নগদ টাকা, ফ্ল্যাক্সিলোড কার্ড, কিটনাশক ওষুধ, সিগারেট, চার্জারসহ প্রায় সাড়ে ৮ লাখ টাকার মলামাল ডাকাতি করে নিয়ে যায়। এ ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে বলে জানান তারা।
কাশিড়াবাজার বণিক সমিতির সভাপতি বিপ্লব হোসেন জানান, তাদের গোপিনাথপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু সাঈদ জোয়ারদার ঘটনাস্থলে আসলে তার সঙ্গে এবং ব্যবাসয়ীদের সঙ্গে আলাপ করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম পরিদর্শন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ব্যবসায়ী বা তাদের পক্ষ থেকে মামলা করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।