মুন্সীগঞ্জে ক্লাসে ক্লাসে নেই! শিক্ষার্থীরা বয়ফ্রেন্ড নিয়ে যত্রতত্র ঘুরছে! অভিভাবকগণ উদ্বিগ্ন
মুন্সীগঞ্জ প্রতিনিধি:
ক্লাসে ক্লাস নেই! শিক্ষার্থীরা বয়ফ্রেন্ড নিয়ে যত্রতত্র ঘুরছে!! অভিভাবকগণ উদ্বিগ্ন। মুন্সীগঞ্জ কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীরা মনের সুখে ঘুরে বেড়াচ্ছে ক্লাস ফাঁকি দিয়ে। মনে হয় তাদের দেখার কেউ নেই মনের শান্তিতে ঘুরছে মুন্সীগঞ্জের আনাচে কানাচে, নদীর পাড়সহ একাধিক স্থানে। এমনই এক ছবি দেখে বোযা যায় বাঁশের সাকোঁ দিয়ে কলেজ ছাত্র এবং ছাত্রী বালুর ভাল্ক হেডে আড্ডায় মেতে উঠেছে প্রতিদিন। কি যেন মনোযোগী হয়ে সময় পার করে চলছেন, কিছুই বোঝার উপায় নাই। এমন এক মূহুর্তে ক্যামেরায় ধারণ করা ছবি আমাদের এই ছাত্র-ছাত্রীাদের গার্ডিয়ানরা মহা বিপদ মুখী আছে এমন পরিস্থিতিতে। কখন যে কি হয়, আর কোন পিতা- মাতার কানে খবর আসে ভয়ানক শব্দ সময়ই বোঝা যায় কি হয় পরিস্থিতিতি। সন্তানদের কলেজে পাঠায়।তাদের মনের সুখ খোজার জন্য ড্রেস পরিহিত হয়ে আড্ডায় যায়? বলাটা খুবই মুশকিল।কোচিং বানিজ্যের কারণে আজকে দেশের আগামী দিনের ভবিষ্যত মেধাবীরা কি করছে তা কোচিং সেন্টারের আশ পাশ এলাকায় ঘুরে দেখলেই বুঝা যায়। মাঠপাড়া এলাকাটি এখন কোচিং বানিজ্যের জোন হিসেবে পরিচিতি লাভ করেছে। ১ ঘন্টা পড়তে এসে দিন পার করে দেন শিক্ষার্থীরা। তারা মেয়ে বন্ধুরা ছেলে বন্ধুদের, ছেলে বন্ধুরা মেয়ে বন্ধুদের নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে বের হয়ে যান। ফিসারী পার্ক বন্ধ করে দেওয়ার পর মুন্সীগঞ্জের কলেজ শিক্ষার্থীরা সুইমিংপুল এলাকা, ডায়েবেটিক হাসপাতালের নতুন রোড, কাটা খালি- মুন্সীরহাট রোড, সাতানিখিল-তালেশ্বর ভিতরের রোড, মুন্সীগঞ্জ জেলা স্টেডিয়াম প্যাবিলিয়ন এখন কলেজ শিক্ষার্থীদের দিনভর আড্ডা দিতে দেখা যায়।