রুমা মডেল প্রাথমিক বিদ্যালয়ে সার্বিক মানোন্নয়ন মত বিনিময় সভা-২০১৮ ইং অনুষ্ঠিত
মংহাইথুই মার্মা,রুমা(বান্দরবান প্রতিনিধি)
আজ রুমা মডেল প্রাথমিক শিক্ষার গুনগত মানোন্নয়ন শীর্ষক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ম্যানেজিং কমিটি সভাপতি শৈহ্লাচিং মার্মা। তিনি তাঁর বক্তব্যে বলেন,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত SDG অর্জনের জন্য ২০৩০ সালের মধ্যে প্রাথমিক শিক্ষার মানকে আমরা আপনারা মিলে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে চাই।
তিঁনি উপস্থিত শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, অবিলম্বে ছাত্রছাত্রীদের পোষাক পরিবর্তনে ও ক্লাসরুটিন অনুমোদন করে রুটিন অনুযায়ী শ্রেনিপাঠদান করতে হবে,শিশু জরীপ হালফিল করে ক্যাচমেন্ট এরিয়ার শতভাগ শিশুদের ভর্তি নিশ্চিত করতে হবে, শিশুদের সাবলীলভাবে বাংলা ও ইংরেজি বিষয়ের পড়াশোনোর জন্য কার্যকর ব্যবস্থা নিতে হবে, শিশুদেরকে আপনারা এভাবে গড়ে তুলবেন যাতে শিশুরা শুদ্ধভাবে লিখতে পারে, এ জন্য বাড়ীতে ও শ্রেনিতে লেখার ব্যবস্থা করতে হবে এ কাজটিকে সুষ্ঠভাবে করার জন্য পৃথক পৃথক খাতা ব্যবহার নিশ্চিত করতে হবে, নিয়মিত দৈনিক সমাবেশ করতে হবে, শুদ্ধভাবে জাতীয় সংগীত শিশুদের শেখাতে হবে, পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্যে বিশেষ পাঠদানের ব্যবস্থা করতে হবে,বিদ্যালয়ের ভৌগলিক অবস্থান চিহ্নিত করে লোকেশন বোর্ড স্থাপন করতে হবে এবং মান সম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকল্পে বিভিন্ন কার্যক্রম গ্রহনের জন্য উপস্থিত শিক্ষক ও কর্মকর্তাবৃন্দের সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কর্মরত প্রধান শিক্ষক মংচিংথোয়াই মার্মা, ম্যানেজিং কমিটিসহ, শিক্ষকমন্ডলী ও অভিভাবকসহ উপস্থিতে মধ্যে উন্নয়নমূলক কাজে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।