রাজশাহীতে তামাক নিয়ন্ত্রণে অ্যাডভোকেসি সভা
নিজস্ব প্রতিবেদক : ধূমপান ও তামাকজাতীয় দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইনের টেকসই প্রয়োগ ও বাস্তবায়নে রাজশাহীতে অ্যাডভোকেসি সভা অনুুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করে জেলা তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন টাস্কফোর্স কমিটি।
আয়োজনে সহযোগিতা করে বেসরকারি উন্নয়ন ও মানবাধিকার সংস্থা অ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট (এসিডি)। সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাসিমা খাতুন। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এসিডির প্রজেক্ট কো-অর্ডিনেটর এহসানুল আমিন ইমন।
এতে বলা হয়, বাংলাদেশে প্রতিবছর এক লাখের বেশি মানুষ মারা যায় তামাক ব্যবহারজনিত রোগে। আর পঙ্গুত্ব বরণ করেন তিন লাখ ৮২ হাজারের বেশি মানুষ। আর দেশে প্রতিবছর তামাকখাত থেকে রাজস্ব আদায় হয় সাত হাজার কোটি টাকা। এর বিপরীতে তামাকজনিত রোগের কারণে স্বাস্থ্য খাতে ব্যয় হয় ১১ হাজার কোটি টাকা।
সভায় প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক নাসিমা খাতুন বলেন, রাজশাহীতে ধূমপানের মাত্রা বেশি। ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণে আইন থাকলেও তা মানা হচ্ছে না। হেলদি সিটি গড়তে হলে যেখানে-সেখানে ধূমপান বন্ধ করতে হবে। এ জন্য প্রতিটি মানুষের সচেতনতা প্রয়োজন। সেই সঙ্গে বিদ্যমান আইন প্রয়োগেও দায়িত্বপ্রাপ্তদের ভূমিকা রাখতে হবে।
অ্যাডভোকেসি সভায় সভাপতিত্ব করেন জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. এনামুল হক। বক্তব্য রাখেন- সিনিয়র সহকারী পুলিশ সুপার আবদুর রাজ্জাক খান, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রাশেদুল কবির, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক লুৎফর রহমান, জেলা তথ্য অফিসের উপপরিচালক মো. শামসুজ্জামান, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মতিউর রহমান ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নফীসা বেগম।
সভায় রাজশাহী চেম্বারের সচিব গোলাম জাকির হোসেন, ইসলামিক ফাউন্ডেশনের জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মারুফ রায়হান জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ বেগম, রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-৩ নুরুন্নাহার বেগম, স্যানেটারি ইন্সপেক্টর শেখ আরিফুল হক, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা শামসুজ্জামান, এসিডির অ্যাডভোকেসি অফিসার শরিফুল ইসলাম, কৃষ্ণা রানী বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।