প্রধানমন্ত্রীর নির্দেশনায় নৌকার পক্ষে ঐক্যবদ্ধ হউন গাজীপুর জেলা পরিষদের চেয়ারম্যান আখতারউজ্জামান
মোঃ লোকমান হোসেন পনিরঃ দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী আগামী নির্বাচনে নৌকাকে বিজয়ী করার লক্ষ্যে দলকে সুসংগঠিত করতে আমি নিজ এলাকায় এসেছি। কোন সংঘাত সৃষ্টি বা প্রতিযোগীতা করতে আসিনি। গতকাল মঙ্গলবার বিকালে উপজেলার দক্ষিণসোম গ্রামের নিজ বাড়ীতে ডাকসুর সাবেক ভিপি ও জিএস, সাবেক এমপি, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, গাজীপুর জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জননেতা আখতারউজ্জামান তাঁর ৬৫তম জন্মদিন উপলক্ষে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে আগত অতিথি, শুভানুধ্যায়ী, মুক্তিযোদ্ধা, সাংবাদিক এবং নেতাকর্মীদের উদ্দেশ্যে এ কথা বলেন।
ঢাকা মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক কেবিএম মফিজুর রহমান খানের সভাপতিত্বে এবং জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক আবু নাসের মোহনের সঞ্চালনায় অনুষ্ঠানে তিনি আরো বলেন, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে সমগ্র বিশ্বের বুকে উন্নয়নের এক রোল মডেল হিসেবে উপস্থাপিত করেছেন। কিন্তু স্বাধীনতা ও মানবতাবিরোধী একটি চক্র এই উন্নয়নের ধারাকে ব্যাহত করতে গোপনে অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের এই গোপন তৎপরতা নস্যাত করতে হবে। আমি দলের মধ্যে কোন বিভেদ বা সংঘাত সৃষ্টি করতে এলাকায় আসিনি। দলীয় সভানেত্রীর নির্দেশনা অনুযায়ী দলকে সুসংগঠিত করার লক্ষ্যে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে এসেছি। এবার কারো মুখ দেখে নমিনেশন দেয়ার সুযোগ নেই। কারো হুমকির ভয়ে ঘরে বসে না থেকে আগামী নির্বাচনে নৌকার বিজয়ের লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধ ভাবে কাজ করুন।
এসময় কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সদস্য ও তুমলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর মিয়া, জামালপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খাইরুল আলম, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আমানত হোসেন, গাজীপুর জেলা পরিষদের সদস্য তাসলিমা রহমান লাভলী, জেলা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক সাইদুর রহমান দোলন, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ম. বজলুর রহমান, থানা ছাত্রলীগের সাবেক সভাপতি আফসার হোসেন, কালীগঞ্জ শ্রমিক কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি বেনজির আহমেদ, সাবেক যুবলীগ নেতা আকরাম হোসেন, এস.এম ইকবাল হোসেন, বাছির উদ্দিনসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অন্যান্য অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী জননেতা আখতারউজ্জামানকে ফুল, ক্রেষ্ট ও নৌকা প্রতীক দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানান।