কুষ্টিয়ায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে জেলা পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের পুরষ্কার বিতরণ লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া ও সংস্কৃতি চর্চায় সমান গুরুত্ব দিতে হবে
মো. জহির রায়হান
নিজস্ব প্রতিনিধি : কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. জহির রায়হান বলেছেন, লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া ও সংস্কৃতি চর্চায় সমান গুরুত্ব দিতে হবে। শিক্ষক ও অভিভাবকদের খেয়াল রাখতে হবে কোনো শিক্ষার্থী যাতে স্কুল থেকে ঝরে না পড়ে। তিনি বলেন, মেধাবীদের মধ্য থেকে সেরা মেধাবী নির্বাচনের এ প্রতিযোগিতার ফলে মেধাবীদের মূল্যায়ন বাড়বে। সেরা মেধাবীদের পুরস্কৃত করা হলে অন্যরাও উৎসাহিত হবে। তাই পড়ালেখার পাশাপাশি সর্বক্ষেত্রে প্রতিযোগীতা অংশ্রগ্রহণ করা প্রয়োজন। মঙ্গলবার বিকালে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৮ উদযাপন উপলক্ষে জেলা পর্যায়ের মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সহপাঠ্যক্রম ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। পড়ালেখার পাশাপাশি মেধাবীদের মধ্য থেকে সেরাদের খুঁজে বের করতে হবে উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, আমাদের সব শিক্ষার্থীই মেধাবী, তবে মেধাবীদের মধ্য থেকে সেরাদের খুঁজে বের করতে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। কুষ্টিয়া জেলা শিক্ষা অফিসার মো: জায়েদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী জেলা শিক্ষা অফিসার বেলাল হোসেন, কুষ্টিয়া জিলা স্কুলের প্রধান শিক্ষক এফতেখাইরুল ইসলাম, কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমীর যুগ্ম সম্পাদক শাহীন সরকার। অনুষ্ঠান শেষে জেলার ৪টি শিক্ষা প্রতিষ্ঠান, ৪টি প্রতিষ্ঠান প্রধান, ৪জন শ্রেষ্ঠ শিক্ষকসহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রতিযোগীতায় অংশ নেওয়া বিজয়ী শিক্ষার্থীসহ মোট ৮৭জনের মাঝে সম্মাননা ক্রেষ্ট ও সনদপত্র তুলে দেন জেলা প্রশাসকসহ অতিথিবৃন্দ। এরমধ্যে স্কুল পর্যায়ে কুষ্টিয়া সরকারী বালিকা বিদ্যালয়ের নাদিরা খানম, কলেজ পর্যায়ে কুষ্টিয়া সরকারী কলেজের আলতাব হোসেন, আফসার উদ্দিন ফাজিল মাদ্রাসার শিক্ষক আরিফ আহমেদ, কুষ্টিয়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষক রেজাউল হক। অনুষ্টানটি সঞ্চালনা করেন সহকারী পরিদর্শক ওয়াসিম আকরাম। এসময় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ছবি: কুষ্টিয়ায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে জেলার স্কুল পর্যায়ে কুষ্টিয়া সরকারী বালিকা বিদ্যালয়ের নাদিরা খানমকে পুরষ্কার তুলে দিচ্ছেন জেলা প্রশাসক মো. জহির রায়হান।