আগামী বছর জেরুজালেমে দূতাবাস নেয়া হবে: পেন্স
গত ডিসেম্বরে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে প্রেসিডেন্ট ট্রাম্পের স্বীকৃতির পর অনুমিত সময়ের আগেই দূতাবাস হস্তান্তরের কথা জানালেন মাইক পেন্স।
নেসেটে বক্তব্য দেয়া সময় আরব এমপিদের একটি দলের প্রতিবাদের মুখে পড়েন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। তারা ট্রাম্পের বিতর্কিত ঘোষণার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছিলেন।
এদিকে, পূর্ব জেরুসালেমকে ভবিষ্যত ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী করার পক্ষে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে সমর্থনের আশ্বাস দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।
সোমবার ব্রাসেলসে এক বৈঠকে ইইউ'র বৈদেশিক নীতি বিষয়ক প্রধান ফেডিরিকা মোঘেরিনি ফিলিস্তিনকে এ আশ্বাস দেন।