মৌলভীবাজারে ৪ দির পর নিহত মহিলা কাপড় ব্যবসায়ি মাথা উদ্ধার
এ.কে.অলক মৌলভীবাজার: মৌলভীবাজার শহরের বেড়িরচড় এলাকার বেরি লেক থেকে ক্ষুদ্র কাপড় ব্যবসায়ি সেলিনা বেগম মঙ্গলী(৫০) নামে মহিলার মস্তক বিহিন লাশ উদ্ধারের ৪ দিন পর পলিথিন মোড়ানো অবস্থায় মাথা উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে শহরের বেরি লেক থেকে জেলেদের মাধ্যমে জাল ফেলে মাথাটি উদ্ধার করে পুলিশ। মাথাটি ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মৌলভীবাজারের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ শাহ জালাল জানান, এ ঘটনায় মামলার পর ৫ জনকে আটক করলে তাদের তথ্য মোতাবেক বেরি লেকে থেকে মাথাটি উদ্ধির করা হয়। হত্যার সাথে জড়িত আশফাক ইসলাম জুনাক (২৫) কে দিয়ে মাথাটি শনাক্ত করে পুলিশ।
তিনি আরো বলেন, এব্যাপারে তদন্ত চলছে।
উল্লেখ্য, শনিবার (২০ জানুয়ারি) দুপুর সাড়ে ১২ টার দিকে বেড়িরচড় এলাকার লন্ডন প্রবসী রেহানা বেগমের বাড়ির পিছন থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। সেলিনা বেগম রাজনগর উপজেলার কদমহাটা গ্রামের মৃত খালিক মিয়ার স্ত্রী তিনি দীঘদিন যাবত শহরের দরগামহল্লা এলাকায় বসবাস করছেন।