‘বড় দল হতে গেলে আরও গুণাবলী লাগবে’
বাংলাদেশকে ২১৬ রানে আটকে রেখেও জিততে পারেনি জিম্বাবুয়ে। ত্রিদেশীয় সিরিজের প্রথম দুই ম্যাচে জয়ের ব্যবধানে বড় পার্থক্য গড়ে বোনাস পয়েন্ট পাওয়া টাইগাররা তৃতীয় ম্যাচে এসেও পেয়েছে উড়ন্ত জয়। একসময় প্রতিপক্ষকে কোণঠাসা করেও জয়ের দেখা পেত না টাইগাররা, এখন কোণঠাসা হয়েও জয় ছিনিয়ে নিতে শিখেছেন মাশরাফী-সাকিবরা। ঘরের মাঠে জয়কে অভ্যাসে পরিণত করা বাংলাদেশ তবুও নিজেদের বড় দল ভাবে না।
‘বড় দল হতে গেলে আরও অনেক গুণাবলী লাগবে, সেটা আমরা নিজেরাও জানি। আমরা এটা নিয়ে আলোচনাও করি। সামনে যখন অনেক পথ খোলা আছে, সেখানে আমরা আরও দৃঢ় হতে চাই, আরও ভাল করতে চাই।’ জাতীয় দলের টেকনিক্যাল ডিরেক্টর ও সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন বড় দল প্রসঙ্গে এভাবেই বললেন।
বড় দল হতে হলে কোন কোন জায়গায় উন্নতির দরকার সে সম্পর্কেও ধারণা দিলেন খালেদ মাহমুদ।
‘যেমন, গতকালের ম্যাচে একটা সুযোগ ছিল মিডলঅর্ডার ব্যাটসম্যানদের প্রমাণ করার। সেটা হয়নি। বড় দলগুলো সেটাই করে। টপঅর্ডার ব্যর্থ হলে পরের ব্যাটসম্যানদের দায়িত্ব থাকে। এই দলে যারা আছে তারা অনেক ভাল খেলোয়াড়। গতকাল হয়নি, আমি বিশ্বাস করি আগামীকাল হবে। বড় দল হতে গেলে এগুলো ঠিক করতে হবে। সব জায়গা থেকে, যেকোনো পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে পারলে আমরা বড় দল হবো।’