যৌন নিপীড়নের অভিযোগে যুক্তরাষ্ট্রের চিকিৎসকে ১৭৫ বছরের জেল
যৌন নিপীড়নের অভিযোগে যুক্তরাষ্ট্রের অলিম্পিক জিমন্যাস্টিকস টিমের সাবেক চিকিৎসক ল্যারি নেসারকে ১৭৫ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
তার বিরুদ্ধে অভিযোগ তিনি দেড়শ'র-ও বেশি জিমন্যাস্টের ওপর যৌন নিপীড়ন চালিয়েছেন। সাতদিন ধরে নিপীড়নের শিকার নারী অ্যাথলিটদের সাক্ষ্যগ্রহণ শেষে যুক্তরাষ্ট্রের আদালত এ রায় ঘোষণা করে।
রায় ঘোষণার সময় বিচারক বলেন, ল্যারি নেসারের অপরাধ এত জঘন্য যে বাকী জীবন সে আর আদালতের বাইরে বের হতে পারবে না।
রায় ঘোষণার পর অভিযুক্ত চিকিৎসক ল্যারি নেসার তার কৃতকর্মের জন্য আদালতে দুঃখ প্রকাশ করেন।