সু চির কড়া সমালোচনা করে মার্কিন কূটনীতিকের পদত্যাগ
রোহিঙ্গা সংকট সমাধানের বিষয়ে মিয়ানমারের প্র্রধান রাষ্ট্রীয় উপদেষ্টা ও অং সান সু চিকে পরামর্শ দেবার জন্য মিয়ানমারের সরকারের গঠিত ‘আন্তর্জাতিক উপদেষ্টা প্যানেল’ থেকে পদত্যাগ করেছেন মার্কিন কূটনীতিক বিল রিচার্ডসন।
রয়টার্স সূত্র মতে, রোহিঙ্গা সংকট সমাধান নিয়ে সু চির আন্তরিকতা নিয়ে কঠোর সমালোচনা করেন মার্কিন কূটনীতিক বিল রিচার্ডসন। তার মতে সু চি এ ব্যাপারে যথেষ্ট উদ্যোগী নন। এ প্যানেলকে লোক দেখানো প্যানেল বলে অভিহিত করেন তিনি।
বিল রিচার্ডসন একজন সুপরিচিত মার্কিন কূটনীতিক। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের প্রশাসনে কাজ করা অভিজ্ঞ এ কূটনীতিক।
এক সাক্ষাৎকারে রিচার্ডসন বলেন, রোহিঙ্গা সংকট সমাধানের ক্ষেত্রে মিজ সু চি'র নেতৃত্বে নৈতিকতার ঘাটতি রয়েছে। গত সোমবার এক বৈঠক চলার সময় সু চি’র সাথে তার কথা কাটাকাটি হয়েছে।
বৈঠকে রোহিঙ্গা ইস্যু নিয়ে রিপোর্ট করতে গিয়ে মিয়ানমারে আটক হওয়া রয়টার্সের দুই সাংবাদিকের আটক হবার বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন রিচার্ডসন। এ প্রসঙ্গের অবতারণা করতেই সু চি ‘ক্ষিপ্ত’ হয়ে যান এবং এ বিষয়ে কথা বলা ‘অ্যাডভাইজরি বোর্ডের কাজ নয়’ বলেও তিনি সাফ জানিয়ে দেন।
এ প্যানেল নামে মাত্র থাকলেও কাজের কাজ কিছু না করে মূলত সেদেশের সরকারকে তুষ্ট রাখা বা মনোরঞ্জন করাই মূল উদ্দেশ্য বলেও তিনি উল্লেখ করেছেন।