দিনারপুর কলেজের দুই ছাত্রীর সততার অনন্য দৃষ্টান্ত স্থাপন
হবিগঞ্জ থেকে :
কলেজ থেকে বাড়ী ফেরার পথে সিএনজিতে ৫ ভরি ওজনের স্বর্ণালংকার ও নগদ টাকা কুড়িয়ে পেয়ে তা মালিকের কাছে ফিরিয়ে দিয়ে সততার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলো নবীগঞ্জ উপজেলার দিনারপুর কলেজের দ্বাদশ শ্রেণীর দুই ছাত্রী খালেদা বেগম ও আছিয়া বেগম। গত মঙ্গলবার কলেজ শেষে সিএনজি যোগে বাড়ী ফিরছিল তারা । সিএনজি থেকে নামার সময় একটি ব্যাগ কুড়িয়ে পায় তারা। ব্যাগ খুলে তার মধ্যে স্বর্ণালংকার ও নগদ টাকা দেখে মালিকের খোঁজ করে কাউকে না পেয়ে তাদের কাছে রেখে স্বর্ণের মালিকের খোঁজ করতে থাকে তারা।পরবর্তিতে খোঁজ পেয়ে স্বর্ণের মালিক সাতাইহাল গ্রামের শাহ নুরুজ্জামানের হাতে ফিরিয়ে দেন হারিয়ে যাওয়া স্বর্ণালংকার সহ নগদ টাকা।তাদের সততায় মুগ্ধ হয়ে অনেকেই তাদেরকে অভিনন্দন জানান।তাদের সততার প্রতি সম্মান জানিয়ে তাদেরকে পুরষ্কৃত করেন স্বর্ণের মালিক শাহ্ নুরুজ্জামান।গতকাল কলেজে তাদের হাতে পুরুষ্কার তুলে দেওয়ার সময় উপস্তিত ছিলেন কলেজের অধ্যক্ষ তনুজ রায়,সাংবাদিক এম.এ মুহিত,প্রভাষক মোশাররফ মিটু,শাহেদ আহমেদ,আলী আমজদ.প্রনয় দত্ত,যুবলীগ নেতা ফটিক মিয়া,লুৎফুর রহমান প্রমূখ।এসময় কলেজের অন্যান্য ছাত্র ছাত্রীরা ও তাদেরকে অভিনন্দন জানায়।