কালীগঞ্জে স্কুল শিক্ষার্থীদের মাঝে পুষ্টিকর খাদ্য বিতরণ
লোকমান হোসেন পনির,কালীগঞ্জ (গাজীপুর):
কালীগঞ্জ উপজেলার কয়েকটি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে পুষ্টিকর খাদ্য বিতরণ করেছেন প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি। বাড়ানো প্রাণিজ আমিষ গড়বো দেশ, স্বাস্থ্য মেধা সমৃদ্ধির বাংলাদেশ এ প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ অফিসের উদ্যোগে দুর্বাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, টেক মানিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাইয়াসূতি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উচ্চ বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচি ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত কর্মসূচি ও অভিভাবক সমাবেশে ইউএনও খন্দকার মু. মুশফিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি। পরে প্রতিমন্ত্রী কোমলমতি শিক্ষার্থীদের মাঝে পুষ্টিকর খাদ্য বিতরণ করেন।
ওই সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল গণি ভূইয়া, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলী দাস মিলি, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সোহাগ হোসেন, উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডাঃ মো. সেলিম উল্লাাহ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন আক্তার, জেলা পরিষদের সদস্য শফিউল কাদের নান্নুসহ দলীয় নেতৃবৃন্দ।