নওগাঁয় আজ থেকে শুরু হলো তিনদিন ব্যাপী আঞ্চলিক ইজতেমা
জয়পুরহাট প্রতিনিধিঃ নিরেন দাস।
নওগাঁয় আজ থেকে শুরু হলো তিনদিন ব্যাপী আঞ্চলিক ইজতেমা।
আজ বৃহস্পতিবার ২৫ জানুয়ারি বাদ ফজর আমবয়ানের মধ্য দিয়ে এই ইজতেমা শুরু হয়। আগামী শনিবার ১৮ এ জানুয়ারি বেলা ১১ টায় আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে নওগাঁ জেলা আঞ্চলিক ইজতেমা।
নওগাঁ জেলার সদর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের দোঁগাছী মাঠে অনুষ্ঠিত এই আঞ্চলিক ইজতেমায় পার্শ্ববর্তী জেলাগুলি সহ দূরদূরান্তের লক্ষাধিক মুসল্লি অংশ নিচ্ছেন বলে জানা যায়। যেমন নওগাঁ জেলার ১১ টি উপজেলা ছাড়াও পার্শ্ববর্তী জেলা জয়পুরহাট,বগুড়া, নাটোর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ সহ দেশের দূরদূরান্তের বিভিন্ন জেলার থেকে ইতিমধ্যে লক্ষাধিক মুসল্লিরা উক্ত ইজতেমায় অংশ গ্রহণও করছেন।
অপরদিকে নওগাঁর আঞ্চলিক ইজতেমাকে ঘিরে নওগাঁ জেলার অন্যান্য প্রশাসন সহ ইজতেমার মাঠের চারপাশে সাদা পোষাক সহ পুলিশ প্রশাসন বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে।
ইজতেমার দায়িত্বরত সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে ইজতেমার মাঠ জুড়ে সি.সি.টিভি ক্যামেরা বসিয়ে কঠোর নিরাপত্তা কাজ করছেন প্রশাসন। এবং ইজতেমার মাঠ জুড়ে প্রয়োজনীয় সংখ্যকেও বেশি পুলিশ, র্যাব ও আনসার নিযুক্ত করা হয়েছে।
পাশাপাশি মেডিক্যাল টিম ও ফায়ার সার্ভিস টিমের ব্যবস্থা রাখা হয়েছে সাথে আগত মুসুল্লিদের জন্য নির্মাণ করা হয়েছে প্রয়োজনীয় জীবাণুমুক্ত শৌচাগার।