নওগার বদলগাছীতে ৭০ বোতল ফেন্সিডিল সহ এক নারী গ্রেপ্তার
জয়পুরহাট প্রতিনিধিঃ নিরেন দাস। নওগাঁ জেলা বদলগাছী উপজেলাতে ৭০ বোতল ফেন্সিডিল সহ এক নারী মাদক ব্যবসায়ী কে গ্রেপ্তার করেছে বদলগাছী মডেল থানা পুলিশ। চ্যানেল ফোর টিভি গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী নারী ও উদ্ধারকৃত ৭০ বোতল ফেন্সিডিল বিষয়টি নিয়ে বদলগাছী মডেল থানা সূত্রে জানতে পারা যায় যে। বদলগাছী মডেল থানা পুলিশকে মাদক ব্যবসায়ীদের বাড়িতে লুকিয়ে রাখা ফেন্সিডিল বিষয়ে একদম সঠিক একটি সংবাদ পাওয়া মাত্র উক্ত গোপন সংবাদ জানালে উক্ত গোপন সংবাদের ভিত্তিতে বদলগাছী মডেল থানার পুলিশ বদলগাছী উপজেলার, কাস্টগাড়ি গ্রামের মাদক ব্যবসায়ী মকবুলের বাড়িতে অভিযান চালিয়ে মকবুকের বসবাসরত ঘরে থাকা খাটের নিচে থেকে ২ টি সারের বস্তায় রাখা ৭০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে বদলগাছী থানা পুলিশ। উদ্ধারকৃত ৭০ বোতল ফেন্সিডিল পাওয়ায় মকবুলের স্ত্রী জোসনা বেগম (৪২) কে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয় এবং উদ্ধারকৃত মাদকের পার্টনার অপর মাদক ব্যবসায়ী মোঃ আবদুুল মজিদ ওরফে চিন্টু পুলিশি অভিযান তের পেয়ে পালিয়ে যায়। ৭০ বোতল ফেন্সিডিল সহ জোসনা নামের মাদক ব্যবসায়ী নারীকে গ্রেপ্তারের ব্যাপারে বদলগাছী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাবঃ জালাল উদ্দীন জানিয়েছেন এঘটনায় জোসনা ও চিন্টুকে আসামি করে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। এবং গ্রেপ্তারকৃত জোসনা বেগম কে আইনি মোতাবেক আদালতের মাধ্যমে নওগাঁ জেলা কারাগার জেল হাজতে পাঠানো হয়েছে। ওসি, জালাল উদ্দীন তিনি আরও জানান পালাতক চিন্টুকে দূত গ্রেপ্তারের জন্য পুলিশ তার সন্ধান চালিয়ে যাচ্ছে আশাকরি চিন্টুকেও দুচারে আমরা গ্রেপ্তার করবো।