প্রবীণ হিতৈষী সংঘের সাধারন আলোচনা সভা ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
জয়পুরহাট প্রতিনিধিঃ নিরেন দাস।
জয়পুরহাট জেলায় বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান জেলা শাখার বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় শহরের জেলা পরিষদ মিলনায়তনে (টাউন হল) দুই তলার সংঘ কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রবীণ হিতৈষী সংঘ জেলা শাখার সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল আলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শীতবস্ত্র বিতরণ করেন জেলা সমাজসেবা অধিদফতর উপপরিচালক সেলিম শাহ্। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের অন্যতম সহসভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ খাজা সামছুল আলম। বিগত বছরের কার্যক্রম ও আয়-ব্যয়ের উপর বার্ষিক প্রতিবেদন পাঠ করেন প্রবীণ হিতৈষী সংঘ জেলা শাখার সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুল হাই।
সাধারণ সভায় বিগত বছরের আয়-ব্যয়ের উপর অডিট প্রতিবেদন পাঠ করেন, প্রবীণ হিতৈষী সংঘ, জেলা শাখা নিযুক্ত অডিট অফিসার মকবুল হোসেন। প্রবীণ হিতৈষী সংঘ, জেলা শাখার সাধারণ সদস্যের মধ্য হতে বক্তব্য দেন দেওয়ান মোত্তালেব হোসেন। অনুষ্ঠানটির সার্বিক উপস্থাপনায় ও তত্ত্বাবধানে ছিলেন প্রবীণ হিতৈষী সংঘ জেলা শাখার সহসম্পাদক অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আখতারুজ্জামান বাচ্চু ও কোষাধ্যক্ষ মতিয়ার রহমান। সাধারণ সভা শেষে সমিতির ৬০ জন সদস্যদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।