ভবিষ্যৎ প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার আহ্বান রাষ্ট্রপতির
নতুন ও ভবিষ্যৎ প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস সঠিকভাবে জেনে, সর্বত্র ছড়িয়ে দেওয়ার আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বৃহস্পতিবার দুপুরে ভোলার উপ-শহর বাংলাবাজারে স্বাধীনতা জাদুঘর উদ্বোধন করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তিনতলা বিশিষ্ট দৃষ্টিনন্দন এ স্থাপনাকে সাজানো হয়েছে মক্তিযুদ্ধের ইতিহাসের আলোকে। উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, বন ও পরিবেশ উপ-মন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন, ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুলসহ প্রশাসনের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদের পৃষ্ঠপোষকতায় জাদুঘরের প্রথম তলায় লাইেব্রেরি, অডিটরিয়াম এবং প্রদর্শনী কেন্দ্র রয়েছে। এছাড়াও দ্বিতীয় ও তৃতীয় তলায় স্বাধীনতার ইতিহাসের আলোকে সাজানো হয়েছে। পরে রাষ্ট্রপতি বাংলাবাজার ফাতেমা খানম মহিলা ডিগ্রি কলেজে সুধী সমাবেশে ভাষণ দেন।