কালীগঞ্জে তিনবার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত মু. নাজমূল ইসলাম
লোকমান হোসেন পনির,কালীগঞ্জ (গাজীপুর) :
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার পর পর তিনবার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন কালীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মু. নাজমূল ইসলাম। জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৮ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সার্বিক বিবেচনায় বিজ্ঞ বিচারক মন্ডলী তাঁকে শ্রেষ্ঠ অধ্যক্ষ হিসেবে নির্বাচিত করেছেন। এর আগে গত ২০১৬ ও ২০১৭ জাতীয় শিক্ষা সপ্তাহেও তিনি উপজেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ হিসেবে নির্বাচিত হন।
মু. নাজমূল ইসলাম কুষ্টিয়া ইসলামী বিশ^বিদ্যালয় থেকে বিবিএস (অনার্স), এমবিএস (ব্যবস্থাপনা) বিষয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। তিনি কালীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজে প্রতিষ্ঠাকাল থেকে অদ্যবধি অধ্যক্ষ হিসেবে কর্মরত রয়েছেন। তাঁর তত্ত্বাবধানে কলেজটি উপজেলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ এবং আধুনিক শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।
অধ্যক্ষ মু. নাজমূল ইসলাম কালীগঞ্জ পৌরসভার ১ নং ওয়ার্ড দুর্বাটি গ্রামের মরহুম একেএম হাসিম উদ্দিন ও তাহমিনা খাতুনের তৃতীয় সন্তান।
উপজেলায় পর পর তিনবার শ্রেষ্ঠ অধ্যক্ষ হওয়ার কৃতিত্ব কলেজের শিক্ষকমন্ডলীর, অভিভাবক ও শিক্ষার্থীদের দিয়ে অধ্যক্ষ মু. নাজমূল ইসলাম বলেন, কলেজের শিক্ষকরা খুব আন্তরিকতার সাথে শিক্ষার্থীদের পাঠদান করে বলেই দিন দিন পাশের হার বৃদ্ধি পাচ্ছে। শিক্ষার্থীদের পাঠদানে মনোযোগী করতে শিক্ষকরা প্রতিনিয়ত পরিশ্রম করে যাচ্ছেন। অভিভাবকদের সচেনতায় শিক্ষার্থীরা প্রতিদিন ক্লাস পাঠে উপস্থিত থাকেন এবং নিয়মিত কলেজ পরীক্ষাগুলোতে অংশগ্রহনের ফলে বোর্ড পরীক্ষায় প্রতিষ্ঠানের ভালো ফলাফল হচ্ছে।
ছবির ক্যাপশন ঃ তিনবার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত কালীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মু. নাজমূল ইসলামের ছবি।